নিজে চাকরি ছাড়ুন, নইলে এমন বাবস্থা নেবো আর সরকারি চাকরি পাবেন না

banner

#Pravati Sangbad Digital Desk:

নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। মোটা টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাঁদের নিজে থেকেই ইস্তফা দেওয়ার কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, যদি নিজে থেকে ইস্তফা না দেয় তাহলে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলেও জানিয়েছেন বিচারপতি।

এমনকি আগামিদিনে যাতে কোনও সরকারি চাকরি না পায় সেই পদক্ষেপও নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের। আর তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যে স্কুলশিক্ষক এবং অ-শিক্ষকদের নিয়োগে দুর্নীতি ইস্যুতে তদন্ত করছে সিবিআই।


সিবিআইয়ের দাবি, এসএসসির সার্ভার থেকে ৯০৭ জন পরীক্ষার্থীর নম্বর বদল করা হয়েছে। এদের মধ্যে প্যানেলে নাম রয়েছে ৬৩১ জনের। দেখা যাচ্ছে, প্রার্থী হয়তো আদতে ১ বা ০ পেয়েছেন। ফেল করেছেন! অথচ সার্ভারে ওই প্রার্থীর প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে ৫০ বা ৭০। এমনকি ফাঁকা ওএমআর শিট পর্যন্ত জমা দেওয়া হয়েছে!

বুধবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আর সেই শুনানিতেই একের পর এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, নবম - দশম এবং একাদশ - দ্বাদশে প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে। এমনকি প্রচুর খাতায় শুধুমাত্র ৫-৬ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলেও রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতির। গ্রুপ সি, গ্রুপ ডি তেও একই জিনিস হয়েছে বলেও আদালতে পর্যবেক্ষণ তাঁর।









এসএসসির গ্রুপ ডি কর্মী নিয়োগে অনিয়মে বিস্মিত কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পর এবার এনিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিত্ বসু। বিচারপতির মন্তব্য, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে বলে দেখা যাচ্ছে তা হিমশৈলের চূড়ামাত্র। স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচারপতি বসুর মন্তব্য, ভয়ঙ্কর পরিসংখ্যান। যা দেখা যাচ্ছে তা গোটা হিমশৈলের চূড়ামাত্র। গোটা হিমশৈল জলের নিচে রয়েছে। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের যে অভিযোগ রয়েছে তাতে ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে। জিজ্ঞাসা করবে এরা কেমন শিক্ষক। জানি না এর শেষ কোথায়। আগে আবর্জনা সাফ করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় যাতে অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা অংশ নিতে না পারে তার ব্যবস্থা করা উচিত।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dippanita Thakur

Related News