Flash News
Monday, September 22, 2025

বিএসকে পোর্টালে মিলবে রেশন কার্ড, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আবদন পত্র জমা দেওয়ার দিন শেষ

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk :

এবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সরকারি পরিষেবা পাওয়ার দিন শেষ। এক ছাতার তলাই মিলবে স্বাস্থ্য থেকে রেশন সমস্ত পরিষেবা। সম্প্রতি নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, খাদ্য দফতরের উদ্যোগে চালু হচ্ছে ই-রেশন কার্ড পরিষেবা। অনলাইনের মাধ্যমেই মিলবে রেশন কার্ড।


ভারতের প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এর আগেই অনলাইনে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়া চালু করেছিল রাজ্য সরকার। এবার সেই তালিকার মধ্যে যুক্ত হল রেশন পরিষেবা। এবার থেকে ভোক্তাদের লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র পূরণ করতে হবে না। ইতিমধ্যেই রাজ্য সরকার বিএসকে পোর্টালকে বেঁছে নিয়েছে এই কাজের জন্য। রাজ্যে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনলাইন নির্ভর করেছে রাজ্য অনেক দিন আগেই। দীর্ঘদিন ভোক্তাদের চাহিদা ছিল রেশন ব্যবস্থাকে অনলাইনের আওতার মধ্যে আনার জন্য। এবার কার্যত রাজ্যবাসীর দাবি মেনেই ই-রেশন কার্ডের পথে হাঁটল নবান্ন। তবে আপাতত চালু থাকবে ৩৫৬১টি গ্রাহক পরিষেবা কেন্দ্র। যেখানে গিয়ে রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেবন সকলে। রেশন কার্ড খুব গুরুত্বপূর্ণ সরকারি নথি হিসাবে বিবেচিত হয়, পাশাপাশি নিজের স্থায়ী বাসস্থানের প্রমাণ হিসাবেও অনেক জায়গাই চাওয়া হয় রেশন কার্ড। এই নতুন প্রকল্প চালু হওয়ার ফলে গ্রাহকদের অনেকটা সুহারা হবে বলে আশাবাদী নবান্ন।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News