সিবিআই-এর হাতে গ্রেফতার সুবিরেশ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষামন্ত্রীসহ তিন হেভিওয়েট ব্যক্তিত্বকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা তদন্তকারী আধিকারিকদের

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় একে একে নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম। যার মধ্যে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শন্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি সুবিরেশ ভট্টাচার্য, বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গতকাল দুপুরেই গ্রেফতার করা হয়েছে সুবিরেশ ভট্টাচার্যকে। সূত্রের খবর, এবার এই চারজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কারণ, আলাদা আলাদা করে তদন্তে কোনো তথ্য উঠে আসছে না, একে অপরের ওপর দায় দিচ্ছেন সকলে। তাই এবার ক্রস ইনভেস্টিগেশন এর ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের। সকলের বর্তমান ঠিকানা এখন নিজাম প্যালেসে। বিকাশ ভবনের বৈঠক সেরে এবার মুখোমুখি জেরার পালা। প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় এবং মাধ্যমিক পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এসএসসি গ্রুপ সি দুর্নীতি সংক্রান্ত মামলায়। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়। প্রসঙ্গত, সুবিরেশ ভট্টাচার্যের বক্তব্য, ‘তার সময় প্রযুক্তিগত সমস্যা হলেও সেই অর্থে দুর্নীতি হয়নি‘। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্রে খবর, মুখোমুখি জেরার সময় ক্যামেরাবন্দী করা হবে রেকর্ডিং তথ্য প্রমাণের জন্য। পরে সেইগুলি আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News