পুজোর মুখে গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা

banner

#Pravati Sangbad Digital:

শ্রাবণ পার করে ভাদ্র শুরু হয়ে গিয়েছে। পচা ভাদ্রের গরম অনুভূত হচ্ছে রাজ্যে শহরে। সেই পচা ভাদ্রের গরমের মাঝেই আবার উঁকি দিচ্ছে কালো মেঘ। কখনো রোদ তো কখনো বৃষ্টি। এই চলছে। তবে বর্ষণের কারণে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। পচা ভাদ্রের গরমে হাঁসফাঁস করছেন মানুষ। সকাল থেকে তীব্র রোদ। আর বেলা বাড়লে বাড়ছে মেঘের আনাগোনা। কোথাও কোথাও ২ এক পশলা বর্ষণও হচ্ছে। তাতে ভ্যাপসা গরম আরও বেড়ে যাচ্ছে।


শুক্রবার সপ্তাহান্তের দিন। কাজেই সকাল থেকেই পুজোর কেনাকাটায় ভিড়বাড়তে শুরু করেছে। অনেকে আবার অফিস সেরে পুজোর কেনাকাটা করবেন। তই সকলের আগ্রহ বিকেলে র আবহাওয়া িনয়ে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। কিন্তু, বেলা গড়ালে আবহাওয়া বদল হতে পারে জানিয়েছেন আবহাওয়া বিদরা। শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipannita Thakur

Related News