#Pravati Sangbad Digital Desk:
অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৩৪ শতাংশ ডিএ পান। এবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে তা একলাফে পৌঁছবে ৩৮ শতাংশে। সেই সাথে মিটিয়ে দেওয়া হবে বকেয়া অর্থ যা কর্মচারীদের প্রাপ্য। তবে সরকারি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত। উল্লেখ্য, গত ২০২০ সালের জানুয়ারি মাসের পরে করোনা মহামারির কারণে আর বৃদ্ধি পায়নি কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা। সেই বয়েকাও মিলবে পুজোর আগেই।
কেন্দ্রীয় সরকারের কর্মীরা বছরে দুইবার ডিএ পান, একটি দেওয়া হয় বছরের শুরুতেই জানুয়ারি মাসে অন্যটি দেওয়া হয় সেপ্টেম্বর মাসে। সেই অর্থই মিলতে চলেছে কেন্দ্রীয় কর্মীদের। কেন্দ্রীয় কর্মীদের মধ্যে অনেকেই বলছেন, এই অগ্নিমূল্য বাজারে মহার্ঘ ভাতা বৃদ্ধি খুবই প্রয়োজন। মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে ভালো হয়। পাশাপাশি রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত মে মাসে আদালত নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া অর্থ মিটিয়ে দিতে। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপশি আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে এই মামলার।