#Pravati Sangbad Digital Desk:
সম্প্রতি গরু পাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল তাঁকে নিয়ে আসা হয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রাজেশ চক্রবর্তী। কিন্তু ঠিক তাঁর আগেই খোদ বিচারপতির নামেই হুমকি চিঠি। বিচারক রাজেশ চক্রবর্তীকে চিঠি দিয়ে জানানো হয়েছে, “যদি অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হয় তাহলে বিচারপতি-সহ তাঁর গোটা পরিবারকে মিথ্যে মাদক মামলায় ফাঁসানো হবে”। যদিও চিঠিকে গুরুত্ব দিতে নারাজ বিচারপতি। বীরভূমের ডনের এখন বর্তমান ঠিকানা আসানসোলের বিশেষ জেলা সংশোধনাগার। সিবিআই সূত্রে খবর, আজ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী এই বিষয়টি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই সাথে বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামণাকে জানানো হয়েছে। পাশাপাশি জেলা জজকেও জানানো হয়েছে বিষয়টি। উল্লেখ্য, এর আগে একজন মহিলার বিরুদ্ধে মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর কথা নিজেই বলেছিলেন অনুব্রত মণ্ডল। অনেকেই সন্দেহ করেছেন এই চিঠি তাঁরই পরিচিত কারোর কারসাজি। অনুব্রত মণ্ডল অবশ্য জানিয়েছেন, “আমি জজ সাহেবকে আবেদন করবো এই ঘটনার যেন সিবিআই তদন্ত হয়”।