Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 22, 2024

দেশের রাস্ট্রপতি নির্বাচন

banner

#Pravati Sangbad digital Desk:

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। কে হবেন রাষ্ট্রপতি? তা জানা যাবে আর কিছুক্ষণ পর। বৃহস্পতিবার সকাল  11 টা থেকে শুরু হবে ভোট গণনা। তবে বিশেষজ্ঞরা ভাবছেন এটা নিছক রাজনৈতিক আনুষ্ঠানিকতার পরিচয়। ইতিমধ্যেই গেরুয়া শিবির দ্রৌপদী মর্ম বিজয়ের উচ্ছ্বাসে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কারণ বিরোধী প্রার্থী যসবন্ত সিনহাকে দ্রৌপদী মুর্মু অনেকটা ভোটেই ছাড়িয়ে যাবেন বলে আশা করছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে  সংসদ ভবনে শুরু হবে ভোট গণনা। সম্ভবত বিকেল চারটের মধ্যে জানা যাবে ফলাফল। দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রীর তিনমূর্তি মার্গের অস্থায়ী বাসভবনে দেখা করবেন।   নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অভিনন্দন জানাবেন।
দিল্লি বিজেপির সদর দপ্তর থেকে  রাজপথ পর্যন্ত একটি পথসভা আয়োজন করা হয়েছে। তথ্যের  খবর সেই পথযাত্রায় অনেক বরিষ্ঠ নেতাই উপস্থিত থাকবেন। ফলাফল প্রকাশ  হওয়া মাত্র বিজেপির রাজ্য দল গুলিও মেতে উঠবে উচ্ছাসে।
কুড়ি হাজার মিষ্টি তৈরি করে উদযাপনে মেতে উঠবে ইন্দ্র প্রতি মুর্মুর জন্মস্থান উড়িষ্যার রায় রংপুরের বাসিন্দারা। আনন্দের সঙ্গে তারা উপভোগ করবে জয় লাভের মুহূর্তকে। তার সঙ্গে আয়োজন করা হয়েছে আদিবাসী নৃত্য ও বিজয়ী মিছিল। এনডিএ সরকার আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে  রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছিলেন। যিনি উড়িষ্যার রাজ্যপালও ছিলেন। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু কে  প্রার্থী করা যেন  বিজেপির বিরোধী দলের জোটকে বিভক্ত করার এক কৌশল। পাশাপাশি নবীন পট্টনায়কের বিজু দল এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর  এর মতো জোট নিরপেক্ষ দলের সর্মথন ও বিজেপির লক্ষ্য। সর্ব মোট ৩৪ টি বিরোধী দল সর্মথন করেছে রাস্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে এবং ৪৪ টি দল সর্মথন করেছে দ্রৌপদী মুর্মূকে। ভোট গণনা করা হবে বিধায়ক এবং সাংসদের ভোট আলাদা করে প্রতিটি সাংসদের  ভোটের মূল্য  এবং প্রতি রাজ্যের বিধায়কের ভোটের মূল্য আলাদা হিসেবে।
রাস্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া হল, প্রতি প্রার্থীর ভোট যোগ করা হয়। যোগফলকে দুই দিয়ে ভাগ করে এক যোগ করে কোটা নির্ধারণ করা হয়। দেশের নির্বাচিত রাস্ট্রপতি  ২৫ জুলাই শপথ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : অর্জুন দাস

Tags:

Related News