মার্কিন স্পিকারের তাইওয়ান সফরের তীব্র নিন্দায় সরব চিন

banner

#Pravati Sangbad Digital Desk:

একপ্রকার চিনের অমতেই তাইওয়ান সফরে গিয়েছেন  মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। সেখানে গিয়ে তিনি তাইওয়ানবাসীদের আশ্বাস দিয়েছেন, যে কোন ধরনের পরিস্থিতিতে আমেরিকা তাইওয়ানের পাশে আছে এবং এই অঙ্গিকার তাঁরা ত্যাগ করবে না। অপরদিকে জাতিসংঘে চিনের প্রতিনিধি ঝাং জুন এই সফরকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। ঝাং আরও বলেন, এই সফরে চিনের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ক্ষুণ্ণ হয়েছে। উল্ল্যেখ,এই স্পিকারের সফরের সময়কাল থেকে চিনা বিমান তাইওয়ানের আকাশে ঘোরাফেরা করতে থাকে। শুধু তাই নয়, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এই সফরের কড়া নিন্দা করেছে চিন। অপরদিকে  দুই বন্ধু রাষ্ট্র চিন এবং রাশিয়ার জিডিপি আমেরিকার জিডিপি-র যথাক্রমে ৭৬ শতাংশ এবং ১০ শতাংশ। এমত অবস্থায় প্রথমে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে আমেরিকার হস্তাক্ষেপ এবং এখন তাইওয়ান ও চিনের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতিতে স্পিকারের এই সফর তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা বাড়াল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News