সিন্ধুর সুপার ৫০০ শিরোপা জয়

banner

#Pravati Sangbad Digital Desk:

পি ভি সিন্ধু প্রথম সুপার ৫০০ শিরোপা জয় করলেন চীনা প্রতিপক্ষ ওয়াং- ঝি ই কে হারিয়ে। ওয়াং ঝি ই কে ২১-৯, ১১-২১, এবং ২১-১৫  ব্যবধানে হারিয়ে সিঙ্গাপুর ওপেন জয় করলেন ভারতীয় শাটলার। পি ভি সিন্ধু প্রথম ছত্রে জয় পান ২১-৯ পয়েন্টে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তার প্রতিপক্ষ। ১১-২১ পয়েন্টে হারতে হয়  সিন্ধুকে। তৃতীয় সেটে এসে  দাপটের সঙ্গে খেলে  পাঁচ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেন  হায়দ্রাবাদের তারকা। তৃতীয় সেটে ২১-১৫ গেমে হারিয়ে দে চীনা প্রতিপক্ষকে।
চীনের ২২ বছর বয়সী ওয়াং ঝি ইয়ের সঙ্গে পি ভি সিন্ধু ফাইনালে মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে জাপানি প্রতিপক্ষ  সায়েনা কাওয়াকামি কে ২১-১৫, ২১-৭ পয়েন্টে হারিয়ে। অন্যদিকে ওয়াং ঝি ফাইনালে উঠেছিলেন  জাপানের প্রতিপক্ষ ওহোরি  আয়াকে ২১-১৪, ২১-১৪ পয়েন্টে হারিয়ে। ওয়াংজি এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী। তিনি ব্যাংককে উবের কাপে রৌপ্য পদক জয় লাভ করেছেন। অন্যদিকে পি ভি সিন্ধু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ২০২২ মরসুমে তার প্রথম সুপার ৫০০ শিরোপা জয়।
টোকিও অলিম্পিকে পি ভি সিন্ধুর ব্রোঞ্জ পদক লাভ করার পর একের পর এক টুর্নামেন্টে নক আউটে এসে হেরে যাচ্ছিলেন। তাঁর বড়ো কাঁটা বলা যেতে পারে তাইওয়ানের তাই  জু য়িং- কে। কারণ তাই জু য়িং প্রতিপক্ষ হওয়ায় সিন্ধু কে হারতে হয়েছিল ফাইনালে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : অর্জুন দাস

Related News