#Pravati Sangbad Digital Desk:
আমাদের সমাজে মহিলার বিবাহ বিচ্ছেদের পর কিংবা স্বামীর মৃত্যুর পর যদি তিনি অর্থ রোজগারে অসমর্থ হন সেক্ষেত্রে তার জীবন চালানো সাধারণত কঠিন হয়ে পড়ে।এমনকি অনেক ক্ষেত্রে এও দেখা যায়,স্বামী মারা যাওয়ার পরেই মেয়েদের শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।এছাড়াও নানান কটু কথার সম্মুখীন হতে হয়।
তবে এবার সম্প্রতি হাইকোর্ট হিন্দু বিধবাদের ভরণপোষণের মামলায় এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে।আদালত জানিয়েছে, কোনো হিন্দু বিধবার যদি সম্পত্তি না থাকে, সেক্ষেত্রে তিনি তার শ্বশুরবাড়ির কাছ থেকে ভরণপোষণের দাবি করতে পারেন।
ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি গৌতম ভাদুড়ি এবং দীপক কুমার তিওয়ারির ডিভিশন বেঞ্চ বিষয়টি পর্যবেক্ষণ করে এমন রায় দিয়েছে।পাশাপাশি এও জানানো হয়েছে, স্বামীর মৃত্যুর পর যদি কোনো পুত্রবধূকে তার শ্বশুরবাড়িতে থাকতে দেওয়া না হয় কিংবা তিনি যদি আলাদা থাকেন তাহলেও আইনত শ্বশুরবাড়ি থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারী তিনি।শ্বশুরের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আসলে কোরবার এক তরুণীর ২০০৮ সালে ছত্তিশগড়ের জনজগীর চাম্পা জেলার এক যুবকের সঙ্গে বিবাহ হয়েছিল।ঘটনাক্রমে ২০১২ সালে তার স্বামী মারা যাওয়ায়, তাকে শ্বশুরবাড়িতে থাকতে দেওয়া হয়নি।সেই কারণেই তিনি তার মায়ের বাড়িতে চলে আসেন।ওই মহিলা ২০১৫ সালে পারিবারিক আদালতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভরণপোষণের দাবি করে অভিযোগ দায়ের করেন। পারিবারিক আদালত তখন ওই মহিলার পক্ষে ভরণপোষণ দেওয়ার রায় দিয়েছিল।
রায় অনুযায়ী, শ্বশুরবাড়িকে দিতে হবে মাসিক ২৫০০ টাকা।কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলার শ্বশুর।এমনকি তিনি পারিবারিক আদালতের রায়কে বেআইনি বলে উল্লেখ করেন। তিনি জানান কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারেন,শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে নয় ।এছাড়া তিনি তার পুত্রবধূকে নাকি বাড়ি থেকে বের করেননি।সে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছে।
সেই কারণেই পারিবারিক আদালতের আদেশ তারা মানতে পারছেন না,ফলে সেই আদেশ বাতিল করার কথা বলেন।
কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে স্পষ্ট ভাবে জানিয়েছে,পারিবারিক আদালতের রায় জারি থাকবেই। কারণ হিন্দু বিবাহ আইন অনুযায়ী মহিলার স্বামীর মৃত্যুর পর শশুর শাশুড়ির উপর পুত্রবধূর দায়িত্ব বর্তায়।আইন অনুযায়ী পুত্রবধূকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে ভরণপোষণ দিতে হবে।প্রসঙ্গত নির্দেশ অনুযায়ী ওই মহিলাকে ভরণপোষণ দিতে হবে মাসিক ৪০০০।
#Source: online/Digital/Social Media News # Representative Image
Journalist Name : Riya Some