#Pravati Sangbad Digital Desk:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে এবার দেখা যাচ্ছে একেবারে ভিন্ন স্টাইলে। কঙ্গনা রানাউত তার আসন্ন ছবি 'ইমার্জেন্সি'র তার লুক শেয়ার করেছেন। এই ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। গত বছর, কঙ্গনা তার পরিচালনায় 'ইমার্জেন্সি' ছবিটির ঘোষণা করেছিলেন। ছবিতে নিজের লুক শেয়ার করেছেন কঙ্গনা তার ইনস্টাগ্রামে। ছবিটির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইমারজেন্সির ফার্স্ট লুক শেয়ার করছি! বিশ্বের ইতিহাসের অন্যতম ক্ষমতাধর ও বিতর্কিত নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। 'ইমার্জেন্সি'র শুটিং শুরু হয়ে গিয়েছে।
কঙ্গনা রানাউতকে তার আসন্ন ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ছবির টিজার শেয়ার করার পাশাপাশি, কঙ্গনা রানাউত ছবিটি থেকে তার প্রথম লুকও শেয়ার করেছেন। এই নিয়ে দ্বিতীয়বার কঙ্গনা ছবি পরিচালনা করছেন। এর আগে ২০১৯ সালের শুরুতে, কঙ্গনা মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি-র মাধ্যমে ছবি পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন।
ইমার্জেন্সি ছবিটি ১৯৭৫ সালের ভারতকে নিয়ে তৈরি করা হচ্ছে। সেই বছর ২৫ শে জুন সারা ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল । এরপর ভারতবর্ষে প্রায় ২১ মাস ধরে স্থায়ী ছিল এই জরুরি অবস্থা। সেই সময় দেশের পরিস্থিতি কিরকম ছিল, কী কী ঘটনা ঘটেছিল ,তার সঙ্গে কারা এবং কতটা জড়িত ছিলেন সেই সমস্ত বিষয়টি এবার সিনেমার পর্দায় তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। শোনা গিয়েছে কঙ্গনার 'ইমার্জেন্সি' ছবিটিতে 'অপারেশন ব্লু স্টার'এর কাহিনী কেও তুলে ধরা হতে পারে।বৃহস্পতিবার ইমার্জেন্সির ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে প্রযোজক সহ পরিচালক কঙ্গনার হাত ধরেই। যেখানে ইন্দিরা গান্ধীর লুকে দর্শকদের নজর কেড়েছেন তিনি। যদিও তাঁর অভিনয়ের দক্ষতা এর আগেও বিভিন্ন সিনেমায় ফুটে উঠেছে। তবে ভারতের জরুরি অবস্থার মত একটি ঐতিহাসিক ঘটনাকে নিয়ে তৈরি করা সিনেমায় তা্র অভিনয় কী রকম হতে চলেছে তা দেখার জন্য স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে দর্শকদের।'মনিকর্ণিকার' পর 'ইমার্জেন্সি' কঙ্গনা রানাউতের পরিচালিত দ্বিতীয় ছবি হতে চলেছে। 'ক্যুইন' সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় আগেই মন কেড়েছে দর্শকদের। সেখানে তাঁর কো-অ্যাক্টরদের চরিত্রগুলিকেও খানিক ধূসর করে দিয়েছিলেন তিনি নিজের অভিনয়ের দক্ষতায় । তাই এবারও এই অভিনেত্রীর কাছ থেকে সেই রকমই প্রত্যাশা থাকবে দর্শকদের।অভিনেত্রী জয়ললিতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা নেত্রী, 'থালাইভি' ছবিতে কঙ্গনা ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কথা। সে ছবি এখন মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই সামনে এল এক নতুন খবর।