পিংলায় কোটিপতি সিভিক ভলেন্টিয়ার, অবাক করা ভাগ্য বদল

banner

#Pravati Sangbad Digital Desk:

ছিলেন সিভিক  ভলেন্টিয়ার, রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। নাহ; কোনো গল্প নয়, এমনই অবাক করা ঘটনা ঘটেছে পিংলার সুরজিৎ মান্না-র সাথে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের পিংলার অন্তর্গত গোবর্ধনপুর এলাকার বাসিন্দা সুরজিৎ মান্না খুবই গরীব পরিবারের মানুষ। সংসারকে টানতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। এমনকি কখনো-সখনো করতেন ট্রলি টানার কাজও। তাতে মাস গেলে পেতেন কয়েক হাজার টাকা। কিন্তু ৯ই জুলাই দিনটি সুরজিৎের একটু আলাদা ছিল। ওইদিন সকালে মোবাইলের অ্যাপ থেকেই লটারির টিকিট কাটেন তিনি। রাত আটটার সময় আচমকাই আসে সুসংবাদ-টি। জানতে পারেন নিজের কাটা লটারির টিকিটে তিনি জিতে গেছেন একেবারে ১ কোটি টাকা। খবরটি জানাজানি হতেই এলাকাতে শোরগোল পরে যায়। এলাকাবাসীর কথায়, খুবই সৎ এবং পরিশ্রমী ছেলে সুরজিৎ, তাঁর এই জয়ে খুশি তাঁরা। অপরদিকে, পেশায় চাষি সুরজিৎ-এর বাবা সামান্য সঞ্চয় থেকে বাড়ি তৈরি করছিলেন। সামান্য মাসিক মাইনা থেকে বাবাকে বাড়ি তৈরির জন্য সহযোগিতা করতেন। সুরজিৎ-এর কথায়, বাড়ি তৈরির খরচের জোগান নিয়েও দুশ্চিন্তা মিটল তাঁর এবং তাঁর পরিবারের। তবে তিনি এও জানান, এই টিকিট জিতলেও সিভিক ভলেন্টিয়ারের কাজ চালিয়ে যেতে চান। উল্টোদিকে, খুশি এলাকার লটারি বিক্রেতারাও। কারন, সুরজিৎ-এর লটারি জেতার পর থেকে এলাকাবাসীরা দলে দলে সেই দোকানে লটারির টিকিট কেনার জন্য ভিড় করছেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee