১১০ বছরেও গজাল নতুন চুল এবং দাঁত

banner

#Pravati Sangbad Digtal Desk:

একজন মানুষের আয়ু কমতে কমতে ৭০-৮০ তে গিয়ে ঠেকেছে। কিন্তু বর্তমান দুনিয়ায় যেখানে ১০০ বছর পর্যন্ত বাঁচাটাই কঠিন ব্যাপার সেখানে ১১০ বছর বয়সেও নতুন দাঁত এবং চুল গজিয়েছে বজবজের সখিবালা মন্ডল নামের এক বৃদ্ধ মহিলার। কিন্তু এমন ঘটনা আবার ঘটে নাকি? হ্যাঁ এমনটাই হয়েছে। ১১০ বছরে পা দিয়ে সখিবালা মন্ডল নামের ঐ বৃদ্ধ মহিলা তার নাতি নাতনি এবং পরিবারের লোকজনদের নিয়ে নতুন করে উদযাপন করলেন তার জন্মদিন। এই বয়সে এসে ও নতুন করে চুল এবং দাঁত নিয়ে নতুন জীবন তিনি শুরু করতে চলেছেন একদম বাচ্চাদের মত। ঠিক বাচ্চাদের মতোই সেদিন কেকও কাটলেন। তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছিলেন পাড়াপড়শি আত্মীয়-স্বজন থেকে শুরু করে বজবজের দুই নম্বর ব্লকের ভায়েস প্রেসিডেন্ট বুচান বন্দোপাধ্যায়ও। তবে সেদিন সন্ধ্যায় বুচান বাবুকে বিশেষ অতিথি হিসেবেই আমন্ত্রিত করা হয়েছিল এমনটাই জানা গেছে পরিবারের তরফে। ১০০ বছরে সাধারণত একটি মানুষের নতুন করে জন্মদিন উদযাপন করা হয় এমনটা প্রায়শই দেখা গেছে। কিন্তু সখিবালা দেবীর বয়স বর্তমানে ১১০ বছর। ১০০ বছর তিনি ১০ বছর আগেই কাটিয়ে এসেছেন। তবুও তাকে বলতে শোনা গেছে এবারের জন্মদিনটা তার কাছে অতি স্পেশাল। কারণ এই বয়সে এসেও তিনি নাকি নতুন দাঁত এবং চুল পেয়েছেন। যার দৃষ্টান্ত একেবারেই বিরল। খোঁজ নিয়ে জানা গেছে, না এটিই প্রথম নয়, এর আগেও ১০০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার নতুন করে দাঁত গজিয়েছে এমনটাও শোনা গেছে। কিন্তু নতুন করে দাঁত গজানোর জন্য যে পরিমাণ ক্যালসিয়াম এবং খনিজের প্রয়োজন হয় তা এই ১০০ বছর বয়সে এসে একজন বৃদ্ধার পক্ষে থাকা সম্ভব নয়। কিন্তু তবুও ১১০ বছরে এসে নতুন করে চুল এবং দাঁত গজানোর কারনে এ বছরের জন্মদিনটা তার কাছে পুনর্জন্মের মতোই এমনটাই জানিয়েছেন তিনি। আর তাই তার ৮০ বছরের কন্যাকে পাশে বসিয়ে নিয়ে কেক কাটতে দেখা গেছে ছবিতে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Tags: