Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আগত রক্ষা বন্ধন ছবির কিছু ঝলক দেখালেন অক্ষয় কুমার

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

আগামী ১১ই আগস্ট অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকার অভিনীত রক্ষা বন্ধন। এর আগেও টয়লেট নামে একটি প্রেমের ছবিতে অক্ষয় ভূমির জুটিকে দেখা গিয়েছিল। চরম সাফল্য পেয়েছিল সেই ছবিটি। আবারো মুখ্য অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে এক ছবিতে দেখা যাবে তাদেরকে। এক মাসের মধ্যেই পরীক্ষা দিয়ে আসতে চলেছে এই ছবিটি সেই কারণেই মুখ্য চরিত্র অক্ষয় কুমার বেশ কিছু ছবি দিয়ে তার প্রচার কাজ সারলেন। ছবির শুটিংয়ের বেশ কিছু দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এবং নেটিজেনদের উদ্দেশ্যে জানিয়েছে আর এক মাসের মধ্যে কাছাকাছি প্রেক্ষাগৃহে আসতে চলেছে রক্ষা বন্ধন। এই ছবির গল্প গেঁথেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধিল্লন।  ইনস্টাগ্রামে অক্ষয় কুমার নিজের পেজে পরিচালক আনন্দ এল রাই এবং অভিনেত্রী ভূমি পেডনেকারের এর সাথে শুটিং এর একটি ছবি পোস্ট করে সিনেমার প্রচার করে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News