কলকাতায় ফিরল স্ক্রাব টাইফাসের আতঙ্ক!!

banner

#Pravati Sangbad Digital Desk:

স্ক্রাব টাইফাস আতঙ্ক এবার কলকাতায় । মুর্শিদাবাদ ও শিলিগুড়িতে ইতিমধ্যে বেশ কিছুজন স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়েছিল ;এবার ২০২১সালের পর ফের কলকাতায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হল একাধিক শিশু ।
সূত্রের খবর ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কিছু শিশুকে । ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের (Tick) মতো পরজীবী পোকার কামড় থেকে এই এই রোগের জীবানু ছড়ায়। ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। স্ক্রাব টাইফাস (Scrub Typhus) আসলে একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। ইতিমধ্যেই শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এই ব্যাকটেরিয়া। পার্ক সার্কাসের (Park Circus) শিশু হাসপাতালে গত ৩ সপ্তাহে ১০ জন ভর্তি হয়েছেন; যোধপুর পার্কের এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে সূত্রের খবর। অনেকেই এই রোগ সম্পর্কে অবগত নন তাই বিশেষজ্ঞরা বলছেন লক্ষণ দেখতে পেলে ডাক্তারি পরামর্শ নেয়া জরুরি। ডেঙ্গি আর স্ক্রাব টাইফাসের লক্ষণগুলি অনেকটা একই রকম। শরীরে জীবাণু সংক্রমিত হওয়ার প্রায় ১-২ সপ্তাহ পর শীত শীত ভাব, কাঁপুনি-সহ আকস্মিক জ্বর, মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলি দেখা দেওয়ার ৩ থেকে ৫ দিন পরে শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা দেয়।স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর।স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক আছে স্বাস্থ্য দফতর । বাড়তি আইজিএম কিট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । ৪৪টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ।
মূলত জ্বর, সর্দি, কাশি ও পেটের সমস্যার পাশাপাশি পোকা কামড়ানোর কিছু দাগ দেখা দিলেই সতর্ক হতে বলছেন চিকিত্‍সকরা । ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া । প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব । রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস বলে জানা গিয়েছে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News