Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

২২শে জুলাই লঞ্চ হতে চলেছে রেডমি কে৫০ আই ৫জি, জেনে নিন সম্ভাব্য দাম

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে স্মার্ট ফোনের বাজারে স্যামসাং, অ্যাপল, রিয়েলমি এই সব ব্র্যান্ডের পাশাপাশি আরও একটি ব্র্যান্ড স্মার্ট ফোন ইউজারদের কাছে অতি পছন্দের তা হলো রেডমী। স্যামসাং, ওয়ান প্লাস কিংবা অ্যাপেল এর কত ব্র্যান্ড গুলির দাম বরাবরই মধ্যবিত্তের নাগালের একটু বাইরে থাকে, স্যামসাং যদিও বা কিছুটা হলেও দামে কম কিন্তু বাকি ২টো ব্র্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে হামলে পরে। অন্যদিকে রিয়েলমী বা রেডমির মতো ব্র্যান্ড গুলি সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই, আবার চলেও ভালো। তাই অনেকেই ভরসা করেন এই  চৈনিক সংস্থার ওপর।
তাই সাধারণ মানুষের কথা ভেবেই রেডমি ভারতে লঞ্চ করতে চলেছে কে৫০ আই ৫ জি, আগামী ২২শে জুলাই ভারতীয় বাজারে লঞ্চ হবে এই স্মার্ট ফোনটি। শোনা যাচ্ছে, রেডমি ১১ প্রো এর রি-ব্র্যান্ডেড মডেল এই নতুন কে৫০ আই ৫জি ফোনটি। তবে আপাতত ই-কমার্স সাইট আমাজনেই মিলবে এই নতুন স্মার্ট ফোনটি, ২৩শে জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত স্পেশাল অফারও মিলবে গ্রাহকদের। তবে আপাতত ৩টি রং এবং ২টি ভ্যারিয়েন্ট নিয়েই লঞ্চ হবে রেডমী কে৫০ আই ৫জি ফোনটি।
যার মধ্যে একটি ৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি আর একটি ৮জিবি র‌্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল মেমোরি। স্মার্ট ফোনটির সম্ভাব্য দাম শুরু হতে পারে ২৪ হাজার থেকে ৩২ হাজার টাকার মধ্যে। তবে সঠিক দাম এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি, সেই সাথে ফোনটির মধ্যে কি কি নতুন ফিচার অ্যাড করতে চলেছে কোম্পানি তাও এখনও জানা যায়নি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News