Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বুকে যন্ত্রণা? কোলেস্টেরল বৃদ্ধির আভাস কি? মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

কোলেস্টেরল, আমরা সকলেই এই শব্দটির সাথে পরিচিত, শুনতে খুব আলঙ্কারিক হলেও শরীরের পক্ষে অত্যন্ত বিপদ জনক, এক কথায় বলতে গেলে হার্টের সমস্যার মাস্টার মাইন্ড। সেই সাথে যদি রক্তশর্করা থেকে থাকে তাহলে তো কথাই নেই, স্বয়ং যমরাজকে নেমন্তন্ন দেওয়া। চিকিৎসকদের কথায় কোলেস্টেরল ধরা পরলেই চিকিৎসা করতে হবে,তা না হলে ঝুঁকি থেকে যাবে জীবনের। চিকিৎসাবিদ্যার দৃষ্টিকোণ থেকে দেখলে, আমাদের সকলের শরীরের অভ্যন্তরেই রয়েছে দুই ধরণের কোলেস্টেরল, একটি হল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, অন্যটি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যার মধ্যে প্রথমটি শরীরের কোন রকম ক্ষতি করে না, কিন্তু দ্বিতীয়টি নিঃশব্দ ভাবে শরীরের ক্ষতি করে, বিশেষ করে শ্বাস যন্ত্র। অতিরিক্ত মদ্যপান, মেদবর্ধক খাবার খাওয়া, তেলে ভাজা বেশি খাওয়া শরীরে কোলেস্টেরলের সমস্যা সৃষ্টি করতে পারে খুব সহজেই।
এখন দেখে নেওয়া যাক শরীরে লো ডেনসিটি লাইপোপ্রোটিন এর লক্ষণ গুলি কি কি,
প্রথমত কোন কারণ ছাড়াই হৃদ স্পন্দন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা, বুকে চাপ অনুভব করা, যদি এই সমস্যা আপনার শরীরে প্রায় দেখা দেয় তাহলে অবশ্যয় শারীরিক পরীক্ষা নিরিক্ষা করাতে হবে। অন্যদিকে কোলেস্টেরলের অন্যতম লক্ষণ হল চোখের নীচে হালকা হলদে আস্তরণ, যা বলে দেবে শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়েছে। সেই সাথে ঘাড়, মাথা মাঝে মধ্যেই ব্যাথা করবে কোলেস্টেরলের প্রভাবে, সেই সাথে পায়ের পাতায় টান; অনেক ক্ষেত্রে দেখা গেছে কোমরে ব্যাথা হয় কোলেস্টেরলের প্রভাবে। চিকিৎসকদের দাবি এই সমস্ত সমস্যা যদি শরীরে দেখা যায় তাহলে সময় নষ্ট না করে সত্বর চিকিৎসা করানো উচিৎ

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News