Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

একবার চার্জ দিলেই দু'দিন চলবে ৭০০০ এমএএইচের ব্যাটারি চালিত এই পাঁচটি স্মার্টফোন

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান প্রজন্মের ক্ষেত্রে স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষই চান উন্নততর ফোনের ক্যামেরা ফিচার। তবে এমনও অনেকেই আছেন, বাকি সব ফিচার বাদ দিয়ে স্মার্টফোনের ব্যাটারির দিকে নজর দেন আগে।
আজকাল প্রায় সব ফোনেই সাধারণত ৪৫০০ এমএএইচ বা ৫০০০ এমএএইচ ব্যাটারি দেখা যায়। তবে ইতিমধ্যেই এমন কয়েকটি ফোন লঞ্চ হয়েছে, যেখানে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি তথ্যানুযায়ী, এইসব ফোনে একবার চার্জ দিলেই টানা দু’দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে।
একনজরে দেখে নিন ৭০০০ এমএএইচ ব্যাটারিসম্পন্ন কোন কোন স্মার্টফোন লঞ্চ হয়েছে
●টেকনো পোভা ৩ :- 
৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ,৬.৯ ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে অক্টা-কোর হেলিও জি৮৮ প্রসেসর,ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
● টেকনো পোভা ২ :- 
টেকনো পোভা ৩-এর মতো এই ফোনেও দেখা যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ৬.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর।এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর।
● স্যামসাং গ্যালাক্সি এফ৬২ :-
৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সহ রয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট,কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ,৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং Exynos 9825 প্রসেসর।
● স্যামসাং গ্যালাক্সি এম৬২ :-
৭০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে Exynos 9825 প্রসেসর,৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ।
● স্যামসাং গ্যালাক্সি এম৫১:-
স্যামসাংয়ের এই ফোনেও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে এবং তার সাথে এই ফোনে দেখা যাবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর,কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ ও অ্যান্ড্রয়েড ১১-র সাপোর্ট।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি লাইফস্টাইল
Related News