6000 mah ব্যাটারি যুক্ত নতুন Rog গেমিং ফোন লঞ্চ করতে চলেছে ASUS

banner

#Pravati Sangbad Digital Desk:

এই নিয়ে দু'নাম্বার গেমিং ফোন একই বছরে লঞ্চ করল Asus, বলা চলে অন্য যে কোন গেমিং ফোনকে টক্কর দিচ্ছে এই সংস্থা। অসম্ভব মূল্যের দুটি Rog গেমিং ফোন লঞ্চ করা হয়েছে আসুসের পক্ষ থেকে, একটি আসুস ROG ফোন 6, যার দাম ৭১ হাজার ৯৯৯ টাকা এটি ১২ gb RAM এবং  ১৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটি দুটি রং বিশিষ্ট  ফ্ল্যান্টম ব্ল্যাক ও স্টর্ম হোয়াইট। অপরটি Asus Rog Phone 6 pro যা ১৮ জিবি RAM ৫১২ জিবি স্টোরেজ বিশিষ্ট এবং দাম ৮৯৯৯ । কিন্তু এটি শুধু স্টর্ম হোয়াইট রঙেরই বাজারে এসেছে। তবে এই ফোন দুটির মধ্যে বেশ কয়েকটি মিল আছে যেমন দুটি ফোনই কোয়ালকমের ফ্লাগসিপ স্ন্যাপড্রাগন 8+ gen1 প্রসেসর। এছাড়া দুটি ফোনেরই ব্যাটারি 6000 mah ও দুটি ফোনেরই রিফ্রেশ সাইট এবং ডিসপ্লে সাইজ একই ।  দুটি ফোনেই রয়েছে HDR10+সাপোর্ট। তবে এই এক্সক্লুসিভ ROG Tuning প্রযুক্তি সম্পন্ন ফোনটি তবে আর বাজারে আসবে এবং কোথা থেকে কেনা যাবে সেই সম্পর্কে asus সংস্থা খুব শীঘ্রই জানিয়ে দেবে বলেছে এবং হয়তো অনেকটা চড়া দামের ফোন বলে এগুলোতে কিছু ডিসকাউন্টও থাকতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchismita Dasgupta

Related News