#Pravati Sangbad Digital Desk:
বৃষ্টির দিনে আমরা সবাই কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করি এর মধ্যে কিন্তু পোষ্যদেরও তালিকাভুক্ত করা দরকার। আপনার প্রিয় পোষ্য কুকুরটিরও এই বর্ষাকালে ত্বক, লোমের সমস্যা ছাড়া সর্দি-কাশি পেটের সমস্যা তে ভুগতে পারে তাই তাদের নিয়েও দরকার বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং যথাযথ যত্ন করা। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে প্রথমেই পড়ছে পোষ্যকে স্নান করানো, বৃষ্টির দিনে স্নান কখনোই করানো তো উচিত নয় এবং বর্ষাকালে প্রতিদিন স্নান করানো একদমই উচিত নয়। ১৫ দিন অন্তর অ্যান্টিসেপটিক শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে হবে এতে পোষ্যের লোম বা ত্বকে কোন রকম রঅ্যাশ বা চুলকানি হবে না।
এই সময় প্রচুর পরিমাণে পেট খারাপ হয় তাই খাবার এবং জলের দিকে বিশেষ নজর রাখতে হবে। বাড়ি তৈরি খাবারই খাওয়াতে হবে বাইরে থেকে আনানো খাবার খাওয়ানো উচিত নয়।। জল সর্বদা ফিল্টার করে বা ফুটিয়ে দেওয়াই উচিত। পোষ্যের কান যেনো কোনো সময় ভিজে থাকে না সব সময় পরিষ্কার করে রাখতে হবে। কান পরিষ্কার করতে নিম তেলও ব্যবহার করা যেতে পারে। অনেকেই সারাদিনের কাজের পর বিকেলের বা সন্ধ্যের দিকে পোষ্যকে নিয়ে হাঁটতে জান, কিন্তু এই সময়ে সেগুলি একদম অনুচিত। কারণ বর্ষাকালে অধিকাংশ রাস্তায় জলকাদা জমে থাকে যার সংস্পর্শে এলে তাদের নিউমোনিয়া সর্দি কাশি এবং ত্বকের সমস্যা হতে পারে। এছাড়া বৃষ্টির জল যেন কোনভাবেই পোষ্যের পেটে না যায় তাহলে তাদের পেটের গোলমাল হতে পারে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল পোষ্যের টিকা নেওয়া। বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য যে টিকাগুলি দেওয়া হয় তা অবশ্যই পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে যথা সম্ভব তাড়াতাড়ি দিয়ে নেওয়া।