ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিয়োগ !! কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র বা BARC। দেশের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ডঃ হোমি জাহাঙ্গির ভাবার নামে নামাঙ্কিত এই সম্মানীয় প্রতিষ্ঠানেই এবার চাকরি করার দারুণ সুযোগ তৈরি হয়েছে, আর তাও আবার মাধ্যমিক পাশ করলেই চলবে। বেতন মিলবে মাসে সর্বোচ্চ ২৫,৫০০ টাকা। এর জন্য বার্কের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের জন্য ১ জুলাই থেকে আবেদন করতে পারবেন।প্রার্থীদের আগামী ৩০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
মোট ৮৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে খালি ৭২টি, ড্রাইভারের পদ ১১টি এবং স্টেনোগ্রাফারের তৃতীয় গ্রেডের পদ খালি রয়েছে ৬টি। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে, প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেনী উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদে আবেদনকারীদের ভারত সরকারের দেওয়া ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্টেনোগ্রাফার পদে আবেদনকারীদের দশম শ্রেনীর পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সেই সঙ্গে প্রতি মিনিটে অন্তত ৩০টি ইংরাজি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের এই নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে, সরকারী নিয়ম মেনে বয়সের ঊর্ধ্ব সীমায় এসসি ও এসটিদের জন্য ৫ বছর করে এবং ওবিসিদের জন্য ৩ বছরের শিথিলতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। এর জন্য আগ্রহী প্রার্থীদের, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সরকারি ওয়েবসাইট recruit.barc.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের মূল্য ১০০ টাকা,তবে এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News