journalist Name : Sabyasachi Chatterjee
#Pravati Sangabad Digital Desk:
স্বপ্নে ভেসে এসেছিল কয়েকটা নম্বর মাত্র সেটিকে প্রাধান্য দিতেই একেবারে হাতেনাতে ফল। ব্যক্তির নাম আলোনজো কোলম্যান , স্বপ্ন দেখেছিলেন কয়েকটা সংখ্যা এবং সেটি মিলিয়ে মিলিয়ে লটারি কেটেছিলেন। মাত্র দুই ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 156 টাকা দিয়ে লটারি কেটেছিলেন ওই ব্যক্তি। কি বলে স্বপ্ন সত্যি হয় না, স্বপ্নের সংখ্যা মিলিয়ে লটারি কাটতেই বাজিমাত করলেন ওই ব্যক্তি। পেয়ে গেলেন আড়াই লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় এক কোটি 97 লক্ষ ২৬ হাজার টাকা। জানা যায় ওই ব্যক্তি চাকরি থেকে অবসর নিয়েছেন তবে তার সঠিক বয়স বা তার ব্যাপারে অন্য কোন বৃত্তান্ত জানাইনি লটারি সংস্থা। তারা জানান বৃহস্পতিবার ফল প্রকাশ হয় এবং তারপরে ওই ব্যক্তি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এই কথা, তিনি লটারি সংস্থার লোকেদের জানান এটা বিশ্বাস করা খুবই শক্ত এখনো তার মাথায় কিছুই ঢুকছে না। ওই লটারির তৃতীয় পুরস্কার পান কোলম্যান যা আড়াই লক্ষ ডলার। প্রথম পুরস্কার ছিল ১০ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় সাত কোটি ৮০ লক্ষ টাকা, যা ৩৮ লক্ষ মানুষের মধ্যে একজন পেয়েছে। দ্বিতীয় পুরস্কার ছিল পাঁচ লক্ষ ডলার যা প্রায় ৪ কোটি টাকা। তবে স্বপ্ন যে সত্যি করেই সত্যি হয় তা প্রমাণ করে দিলেন বহিীর দেশের এই বাসিন্দা আলনজো।
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
অন্যান্য