ক্লাস এইট পাশ করা ছাত্র "অ্যাপ চোর"!!

banner

#Pravati Sangbad digital Desk:

প্রথাগত ডিগ্রী না থাকলেও খেলার ছলে আস্ত একটা অ্যাপ বানিয়ে ফেললেন ডুয়ার্সে প্রত্যন্ত এলাকায় আর ক্লাস এইট পাস করা এক যুবক। আর এই অ্যাপের সাহায্যে সহজেই হ্যাক করে একটা বহুল পরিচিত এই অ্যাপ।আন্তর্জাতিক ভাবে  তৈরি করা এই অ্যাপটি একবার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করলে কেল্লাফতে । "ওয়াই এম টিভি" নামে এই অ্যাপটি নামমাত্র টাকায় দেখা যাচ্ছে  ও টি টি প্লাটফর্মের  সব এইচডি ভিডিও। এর খরচ মাত্র 25 টাকা শুরু করে। তাই হুড়মুড়িয়ে সাবস্ক্রাইবার ।হঠাৎ এই এটা চোখে পড়ে ওটিটি প্লাটফর্মের মালিকদের।তারপর শুরু হয় তদন্ত। 
জানা যায় আলিপুর,অসম,বাংলা সীমানায় এক গ্রামে ১২বছরের এক কিশোর  ওটিটি প্লাটফর্ম হ্যাক করা হয়েছে । এই অভিযোগের পর থেকে অভিযুক্তকে চিহ্নিত করার  সাথে আর্থিক লেনদেন ও সাইবার অপরাধের সংস্থার পক্ষ থেকে সোমবার কুমারগ্রাম থানা লিখিত অভিযোগ জানানো হয়েছে।
খোঁজ মেলে  যুবকের । ওই  যুবক মাসখানেক আগে খেলার ছলে তৈরি করে ফেলে ওই অ্যাপ।যার সাহায্যে এই বড় কাণ্ডটি ঘটে। পরিবার জানা যায়, পরিবারে কম্পিউটারের ব্যবসা। ওই যুবকের তৈরী অ্যাপ সাবস্ক্রাইব করলে সহজেই দেখা যেত  পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্যের দেশের নানা ছবি রয়েছে। একজন দক্ষ সাইবার অপরাধ বিশেষজ্ঞ দীর্ঘ জেরার পর অভিযুক্ত ১২ বছরের ওই যুবকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রতি দক্ষতা দেখে চমকে ওঠেন, এবং কীভাবে ওই যুবক এই অ্যাপ তৈরী করেছে তা নিয়ে বর্তমানে  তদন্ত চলছে। 
পুলিশ সুপার বলেন, সব কিছু নেতিবাচক দিক দিয়ে বিচার করলে সামাজিক অবক্ষয় বাড়বে আমরা ও দক্ষতা ও প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি আদালত বিচার করবে কিন্তু ওকে আমরা আমাদের কাজে ব্যবহার করবে বলে ঠিক করেছে যা এক দৃষ্টান্ত তৈরি করবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News