Flash News
Monday, September 22, 2025

দেশে শুরু হয়েছে চতুর্থ ঢেউ ! কি বলছেন চিকিৎসকরা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

করোনা, এই নামটির সাথে মানুষ এখন ওতপ্রত ভাবে জড়িত। ইতিমধ্যেই ভারতে তিনটি ঢেউ পেরিয়ে গিয়েছে। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে। তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়েছিল গত বছরের শেষ দিকে, যা মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নেমেও গিয়েছিলো। কিন্তু আবার জুনের প্রথম দিক থেকেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। ইতিমধ্যেই মহারাষ্ট্র তামিলনাড়ুর মতো রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে পিছিয়ে নেই বাংলাও, ইতিমধ্যেও ২০০ গণ্ডি পেরিয়েছে করোনা।
তবে চিকিৎসকদের কথা অনুযায়ী, ভারতে হয়তো আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। তবে তাদের দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই, শুধু মানতে হবে কোভিড বিধি তাহলেই ধীরে ধীরে ফের নিষ্ক্রিয় হবে করোনা। জানা গিয়েছে, বর্তমানে যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই করোনার ভ্যাকসিন নেননি। চিকিৎসকদের দাবি, করোনা সংক্রমণ ধীরে ধীরে ইনফ্লয়েঞ্জার মতো পরিবেশের সাথে মিশে যাবে, আর তা নিয়েই আমাদের চলতে হবে তবে কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি। বর্তমানে দেখা যাচ্ছে যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন তাদের সকলেরই স্বাদ এবং গন্ধের সমস্যা রয়েছে, যদিও করোনার তৃতীয় ঢেউয়ে এই সমস্যা এতটা সামনে আসেনি, অন্যদিকে রয়েছে শ্বাসের সমস্যা বা হাঁপানির মতো সমস্যা, ভোগাতে পারে গায়ে হাত পার ব্যাথাও। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাদ বা গন্ধের সমস্যা দেখা দিলে, কিংবা বমি ভাব বা ডায়রিয়া হলেই পরীক্ষা করাতে। তবে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে দাবি করছেন চিকিৎসক মহল। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News