Flash News
Monday, September 22, 2025

মালদায় অন্যরকম ভাবে শুরু ধান চাষ

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ধান চাষে এবার বিপ্লব আনতে চলেছে জৈব সারের ব্যবহার। রাজ্যের মধ্যে মালদা জেলাতে সর্বপ্রথম জৈব সারের দ্বারা শুরু হতে চলেছে ধান চাষ। এই কাজে সহায়তা করছে রাজ্যের কৃষি দপ্তরও। জৈব সার দিয়ে চাষের ক্ষেত্রে বীজ শোধন থেকে জৈব সার তৈরি এবং জমি প্রতিপালন পরিচর্যা সব বিষয়ে সেখানকার কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি দপ্তর। দেখা গেছে রাসায়নিক সার কৃষি কাজে ব্যবহার করার ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে ফলে বিকল্প পদ্ধতি হিসেবে বেছে নেওয়া হচ্ছে জৈব সার। কৃষি দপ্তরের  পক্ষ থেকে কৃষকদের মধ্যে রাসায়নিক পদ্ধতির বিকল্প হিসেবে জৈব পদ্ধতিতে ধান চাষ শুরু করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মালদা জেলার হবিবপুর ব্লক কৃষি দপ্তর জানিয়েছে মোট 90 বিঘা জমিতে জৈব সারের দ্বারা চাষ করা হবে। এবং এই কোটা পদ্ধতি করার জন্য নিজেদের গ্রামের কৃষকদের বেছে নেওয়া হয়েছে। ওই গ্রামকে জৈব গ্রাম প্রদর্শনী করার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হচ্ছে। এই 12 হেক্টর অর্থাৎ 90 বিঘা জমি চাষ করার জন্য কৃষকদের একটি কমিটিও গড়ে তোলা হয়েছে যেখানে একজনকে দলের প্রধান করা হয়েছে এবং সেই গোটা দলটিকে পরিচালনা করবে। কিছু না কৃষি দপ্তর প্রত্যেকটি বিষয়ে প্রশিক্ষণ থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়মিত তাদের পাশে থাকবে এবং পরামর্শ দেবে। মালদ্বীপ সর্বপ্রথম জৈব সারের দ্বারা ধান চাষ শুরু করা হয়েছিল হাবিবপুর ব্লকেই। জৈব সারের তারা এখানে আমল থেকে শুরু করে গোবিন্দভোগ ধান পর্যন্ত চাষ শুরু করেছে কৃষকেরা।
এছাড়া জৈব সার দিয়ে চাষ করার ফলে ফসলের গুণগতমান অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে একটি ব্লকে শুরু হলেও ধীরে ধীরে এটির স্থান আরো বৃদ্ধি করার পরিকল্পনা আছে জেলা দপ্তরের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খাদ্যদ্রব্য
Related News