সামনেই ইউজিসি নেট, প্রকাশিত হল পরীক্ষার সময়সূচী

banner

#Pravati Sangbad Digial Desk:

গত শনিবার ইউজিসি নেট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ডিসেম্বর 2021 এবং জুন 2022 এর পরীক্ষা একসাথে হবে এইবার। সাধারণত বছরে দুবার করেই পরীক্ষা হয় নেটের কিন্তু গত বছর ডিসেম্বরে করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত ছিল, যা এই বছরের জুনে একসাথে হবে। ইউজিসির চেয়ারপার্সন জগদেশ কুমার  শনিবার টুইট করে পরীক্ষার তারিখ ঘোষণা করেন এবং সকল নেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এপ্রিলের শুরুতে বলা হয়েছিল জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নেটের পরীক্ষা নেওয়া হবে। ফরম জমা নেওয়ার যে সময়ে তা বাড়িয়ে 30 মেয়ে 2022 ও করা হয়েছিল। চেয়ারপারসন জানান আগস্টের- 12,13,14 জুলাই তে – 8, 9, 11,12 পরীক্ষা নেওয়া হবে তবে এখনো পর্যন্ত কবে এডমিট কার্ড দেওয়া হবে তা বলা হয়নি। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ugcnet.nta.nic.in এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে UGC NET Admit Card Link এ গিয়ে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড দিলে এডমিট কার্ড দেওয়ার পরবর্তী সময়ে সেটি ডাউনলোড করে নেয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে খুব শীঘ্রই http://nta.ac.in এবং http://ugc.nta তে ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News