Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা এবার নবান্ন অভিযানের ডাক দিলেন

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা এবার নবান্ন অভিযানের ডাক দিলেন। চাকরি ফেরতের দাবিতে নবান্ন চলোর ডাক দিলেন তারা। যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিতেও তাঁদের এই অভিযান। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা এবার এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাঁদের দাবি, ভয়াবহ আর্থিক সংকটের মধ্য়ে পড়েছেন তাঁরা। প্রসঙ্গত দুর্নীতির জেরে চাকরি গিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের। তবে তাঁদের অনেকেরই দাবি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। তারপরেও চাকরি গিয়েছে তাঁদের।

বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে যোগ্য শিক্ষাকর্মীরা বিকাশ ভবনে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা কোনও দিশা পাননি। সেক্ষেত্রে আন্দোলনকারীরা জানিয়েছেন, আগেই মতোই আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যোগ্য ও অযোগ্যের তালিকা এখনও প্রকাশিত করেনি। বৃহস্পতিবার অর্থাৎ ৩রা জুলাই আমরা শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছি।


দুর্নীতির জেরে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে শিক্ষকদের। চাকরি গিয়েছে শিক্ষাকর্মীদের। মারাত্মক সংকটের মধ্য়ে পড়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আগামী দিনে তাঁরা আদৌ চাকরি ফেরত পাবেন কি না তা নিয়ে শিক্ষাকর্মীরা কার্যত চরম অনিশ্চয়তার মধ্য়ে পড়েছেন। এবার নবান্ন অভিযানের ডাক দিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণ পথেই তাঁরা এই নবান্ন অভিযানে শামিল হবেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News