#Pravati Sangbad Digital Desk:
মারণ করোনা ভাইরাসের বৃদ্ধির মধ্যেই শহরজুড়ে হানা ডেঙ্গির। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। ঊনপঞ্চাশ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রবীর কুমার দাস। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই মৃতের প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী জয়তি দাস। তিনি বলেন, 'উনি তো বাড়িতেই ছিলেন। কী করে ডেঙ্গু আক্রান্ত হলেন বুঝতে পারছি না। তবে আগে রক্ত পরীক্ষা করলে এভাবে মৃত্যু হত না।'
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্র নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় প্রবীর কুমারের। ঘটনায় স্বাস্থ্য দফতরের সূত্রমতে, প্রবীর বাবুর কয়েক সপ্তাহ আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। গায়ে জ্বর এলেও প্রথমের দিকে দিনে তাঁর গায়ের জ্বর নিয়ে সেইভাবে আর মাথা ঘামাননি। ওষুধের দোকান থেকে সাধারণভাবে ওষুধ কিনে খেয়েছিলেন তিনি। কিন্তু তাতে কাজ হয়নি। শরীর আরও খারাপ হওয়ায় রবিবারই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর রক্ত পরীক্ষা করানোর পরে জানাযায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন৷ চিকিৎসা চালুই ছিল সেই অবস্থাতেই মৃত্যু হয় প্রবীর কুমার দাসের।