Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

৫৫ কিলো তেলিয়া ভোলা ধরে একরাতের মধ্যে ১৩ লক্ষ টাকা লাভ করে লাখপতি হলো মৎসজীবী

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

দিঘায় মিলল ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ । পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মত্‍স্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা ।এখানেই এদিন ১৩ লক্ষ টাকা দামে বিক্রি হয়েছে মাছটি । টানা তিন ঘণ্টা দরদামের পর ২৬ হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা । জানা গিয়েছে, এই তেলিয়া ভোলার পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে । সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ । ব্যবসায়ীরা বলেন, "এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে । তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় ।"
 দক্ষিণ  ২৪ পরগনার নৈনানের বাসিন্দা শিবাজী কবির মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায় ।দিন কয়েক আগে ১২১টি তেলিয়া ভোলা বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছিলেন কয়েক জন ব্যবসায়ী।দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কার্যকর্তা ও স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা বলেন, "এই মাছ বছরে ২ থেকে ৪টি ওঠে । যার জালে জড়ায় তাঁরই কপাল খুলে যায় ।"
উভয় লিঙ্গের তেলিয়ার স্থানীয় নাম খচ্চর ভোলা। যার পেটে পটকা থাকে সবেচেয় বেশি। যার কারণেই মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা জানিয়েছেন, এই মাছের পটকা ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়।খচ্চর ভোলার তুলনায় পটকার পরিমাণ কম হয় পুরুষ ও স্ত্রী মাছের। সে কারণে খচ্চরই অত্যন্ত দামি। এদিনের ১৩ লাখি ভোলাটি অবশ্য স্ত্রী ছিল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News