Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আগামী জুলাই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ দেখে নিন তালিকা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati sangbad Digital Desk:

আজকের ডিজিটালের যুগে ব্যাঙ্কও মোবাইলের সাহায্যে হাতের মুঠোয় চলে এসেছে। তবুও, বিশেষ করে অনেক প্রবীণ নাগরিকই মোবাইলে সড়গড় নন এমনকি ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যাবহার করতেও সাবলীল নন। যার কারনে, আর্থিক কোন দরকারে তাদের ছুটতে হয় ব্যাঙ্কে। এছাড়া ডিজিটালাইজেশনের যুগে এখনো ব্যাঙ্কের গুরুত্ব অপরিসীম।

সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তাঁর জন্য প্রতিমাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা তৈরি করে, দেখে নিন সেই তালিকাঃ
১ জুলাই, শুক্রবার- রথযাত্রা  উপলক্ষে ভুবনেশ্বর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ জুলাই, রবিবার- সাপ্তাহিক ছুটি।
৫ জুলাই, মঙ্গলবার- জম্মু ও কাশ্মীরে গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে বন্ধ থাকবে।
৬ জুলাই, বুধবার-  এমএইচআইপি দিবস উপলক্ষে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ জুলাই, বৃহস্পতিবার-  স্থানীয় ছুটির জন্য আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ জুলাই,  শনিবার- দ্বিতীয় শনিবার বন্ধ ব্যাঙ্ক।
১০ জুলাই, রবিবার- সাপ্তাহিক ছুটি।
১১ জুলাই, সোমবার- ইদ-উল-আজা উপলক্ষে জম্মু কাশ্মীরে বন্ধ ব্যাঙ্ক।
১৩ জুলাই, বুধবার- গ্যাংটকে ভানু জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ জুলাই, বৃহস্পতিবার- বেন ডি এনখেলাম উপলক্ষ্যে শিলং-এ বন্ধ থাকবে।
১৬ জুলাই, শনিবার- হরেলা উপলক্ষ্যে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ জুলাই, রবিবার- সাপ্তাহিক বন্ধ।
২৩ জুলাই, শনিবার- চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ
২৪ জুলাই, রবিবার- সাপ্তাহিক ছুটি।
২৬ জুলাই, মঙ্গলবার- কের পূজা উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।
৩১ জুলাই, রবিবার- সাপ্তাহিক ছুটি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ অন্যান্য