দুই কুড়িতেই বিপদ! নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ৪০ ঊর্ধ্ব পুরুষদের

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান সময়ে প্রতিটি বাড়িতেই কিছু না কিছু অসুখ লেগেই রয়েছে, যার ফলে প্রতি মাসেই ডাক্তার ওষুধের পেছনে এক গুচ্ছ টাকাও বেরিয়ে যায়। সাধারণত পুরুষ এবং মহিলাদের রোগের ধরন ভিন্ন রকমের। সেখানে মহিলাদের বয়স ৩০ এর ওপর হলেই কিছু না কিছু শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, অন্যদিকে পুরুষদের বয়স ৪০ হলেই হাজির হয় নানান সমস্যা। মহিলাদের ক্ষেত্রে যৌন সমস্যা, বাতের সমস্যা এই ধরণের সমস্যা দেখা যায়, ঠিক একই ভাবে পুরুষদের ক্ষেত্রে হাইপার টেনশন, থাইরয়েড, প্রেশারের মতো সমস্যা দেখা যায়, যা গাফিলতি করলে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তাই চিকিৎসকদের মতে, পুরুষদের বয়স ৪০ কিংবা তার ওপরে হলেই নিয়মিত করাতে হবে শারীরিক পরীক্ষানিরীক্ষা। প্রথমত ভারতে প্রতি ১০ জন পুরুষের মধ্যে ৭ জনেরই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়। চিকিৎসকদের মতে উচ্চ রক্তচাপ স্বাভাবিক জীবন যাপনে বাঁধা সৃষ্টি করতে পারে, অন্যদিকে হৃদযন্ত্রের নানান সমস্যা হয় রক্ত চাপের কারনেই। সেই সাথে স্ট্রোক, হার্ট ফেল, হার্ট অ্যাটাক এমনকি কিডনির সমস্যাও হতে পারে রক্তচাপের কারণে। তাই নিয়মিত প্রেশার মাপা খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে প্রেশারে অসংগতি মিললেই সঙ্গে সঙ্গেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি।

পুরুষদের ক্ষেত্রে বেশির ভাগ প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকে, তাই ৪০ বছর বয়স হওয়ার পরেই পুরুষদের প্রস্টেট পরীক্ষা করা খুবই প্রয়োজন, সঠিক সময়ে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। পুরুষদের ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা হল কোলেস্ট্রল এর সমস্যা। সাধারণত পুরুষরা মহিলাদের থেকে বেশি মদ্যপান কিংবা মেদ জাতীয় খাবার খেয়ে থাকেন, যার ফলে হৃদযন্ত্রের পাশে মেদের আস্তরণ পরে যায়, যা হঠাৎ করেই হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ বন্ধ করে দিতে পারে। এই রোগের লক্ষণ হল চোখের পাতাই সাদা আস্তরণ, যা প্রকাশ পাওয়ার সাথে সাথেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News