#Pravati Sangbad Digital Desk:
দেশে লঞ্চ হল পোকো এফ ৪ প্রো ৫ জি, ইতিমধ্যেই ফোনটির তার তিনটি ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে চলে এসেছে, যার মধ্যে রয়েছে ৬ জিবি র্যাম ১২৮ জিবি ইন্টারনাল স্টোর, ৮ জিবি র্যাম ১২৮ জিবি ইন্টারনাল স্টোর এবং ১২ জিবি র্যাম ২৫৬ জিবি ইন্টারনাল স্টোর। সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে পোকো এফ৪ ৫ জি এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং মোটোরোলা এজ ৩০ এর সাথে টক্কর দিতে প্রস্তুত। বর্তমানে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ ডিভাইসটির দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ ডিভাইসটির দাম রাখা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা এবং সব থেকে উন্নত অর্থাৎ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ ডিভাইসটির দাম রাখা হয়েছে ৩৩ হাজার ৯৯৯ টাকা।
সংস্থার পক্ষ থেকে ফোনটি লঞ্চ করা হলেও এখনও পর্যন্ত বাজারে আসেনি এই নতুন পোকো এফ৪ ৫ জি, আগামী ২৭শে জুন থেকে প্রতিটি দোকানে মিলবে এই ফোন, সেই সাথে ফ্লিপকার্ট এর মতো ই-কমার্স সাইট থেকেও কেনা যাবে এই ফোন, অন্যদিকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এসবিআই কার্ডে ফোন কিনলে ফোনের দামের ওপর বাড়তি ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
এখন দেখে নেওয়া যাক ফোনের মধ্যে কি কি ফিচার অ্যাড করেছে কোম্পানি। ফোনের সাথে রয়েছে ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামুলেড স্কিন, সেই সাথে ৮৭০ স্ন্যাপড্রাগন প্রসেসর যা ফোনটিকে আরও ফাস্ট করে তুলবে। ফোনটি ফটো তোলার জন্যও ভালো হবে বলে মনে করা হচ্ছে, ফোনের প্রাইমারি ক্যামেরা রয়েছে ৬৮ মেগাপিক্সেলের, একই সাথে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটিতে রয়েছে সাড়ে চার হাজার এমএইচ ব্যাটারি, তবে ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামুলেড স্ক্রিন কতক্ষন এই ব্যাটারিতে কাজ করবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে ব্যাবহারকারিদের মধ্যে।