গুজরাত দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দিয়ে, মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

banner

#Pravati Sangbad Digital Desk:

কংগ্রেস সাংসদ এহসান জাফরি ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় খুন হন। ২০১২ সালে সাংসদের স্ত্রী জাইকা জাফরি নরেন্দ্র মোদী সহ ৬৮ জন রাজনৈতিক নেতা ও ওই রাজ্যের পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। যদিও কোর্ট এর আগেও মোদী সহ অন্যান্য নেতাদের ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে, সেই রায়ে আপত্তি জানিয়ে, ফের মামলা দায়ের হয় এবং বলা হয় বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি পৃথক ভাবে তদন্ত হয়নি। গত বছরে স্থগিত রাখা সেই রায়দান এদিন ঘোষণা করল শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট বিচারপতি সেই ২০০২ সালের গুজরাত দাঙ্গা সংক্রান্ত মামলায় তৎকালীন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়ে মামলাটিকে খারিজ করে দেন। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News