Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অবাক গড়নের সাইকেল অবাক করছে পথচলতিদের

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

দুই চাকার যান কি এমন অবাক করতে পারে সাধারণ মানুষকে! সত্যিই অবাক করার মতন ব্যাপার কখনো দেখেছেন উল্টো গঠনে কাউকে সাইকেল চালাতে? ভাবছেন হয়তো প্রায় অসম্ভব কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন সল্টলেকের বাসিন্দা সজল রায়। গোটা বিশ্বের বিভিন্ন ধরনের সাইকেল দেখা গেলেও এই রকমের সাইকেল আগে কেউ দেখেনি। পরিবেশ দূষণ রোধ, অর্থনৈতিকভাবে লাভ এমনকি স্বাস্থ্য ব্যায়াম  এই সব দিক থেকে সাইকেল কে বেশ উল্লেখযোগ্য হিসেবে ধরা হয় সেই কারণেই জাতিসংঘের প্রস্তাবে ২০১৮ সাল থেকে দেশ রাজনকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর থেকে ওই দিনটি ঘিরে বিভিন্ন রকমের সাইকেল জনিত প্রতিযোগিতা হয়ে থাকে যাতে অংশগ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন মানুষ। এই বছরের বিশ্ব সাইকেল দিবস কে জনপ্রিয় করে তোলেন সজল রায় নামক ব্যক্তিটি।  তিনি যেই সাইকেল তৈরি করেন তাতে পা উপর দিকে অর্থাৎ আকাশের দিকে তুলে প্যাডেল করতে হয় । তার বক্তব্য অনুসারে, আমাদের দেশে হোমমেড কাস্টম বাইক বা নিজের হাতে বানানো সাইকেল সেরকম ভাবে জনপ্রিয় নয় তবে এই দিক থেকে এগিয়ে আছে ইউরোপের দেশগুলো। এর আগেও তিনি  বেশ কয়েকটি সাইকেল তৈরি করেছেন এবং তা সাইকেলের প্রতি তার ভালোবাসা এবং পরিবেশকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে। এইবারে তিনি যে সাইকেলটি বানিয়েছেন এই রিকম্ব্যাট সাইকেল টি সবথেকে প্রিয় তার কাছে। অনেক আরামে এমনকি শুয়ে শুয়ে পর্যন্ত চালানো যায় এটি তাই বেশ মজারও। এর জন্য তাকে পাগল আখ্যাও দিয়েছেন পথচারীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image