Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ফের দেশে করোনা ১২ হাজারের গণ্ডি পার করলো, বিশেষজ্ঞদের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজারের গণ্ডি ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,২৪৯। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯,৯২৩ জন। দেশে বুধবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৩৩,৩১,৬৪৫। একলাফে আক্রান্তের সংখ্যা এত বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  দেশে অ্যাক্টিভ করোনা বেড়ে দাঁড়িয়েছে ৮১,৬৮৭ জন। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের । এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫,২৪,৯০৩। যদিও মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ১৭ জন। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। করোনায় দেশে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ, যেখানে দৈনিক সংক্রমণের হার ৩.৯৪ শতাংশ। উল্লেখ্য, করোনা ভাইরাসের চতুর্থ ঢেঊ ২২শে জুন থেকে আছড়ে পোড়তে পারে বলে আশঙ্কা করেছিলো কানপুর আইআইটি। সেই ঢেঊ আগস্ট মাসে আছড়ে পড়বে কিনা সেই চিন্তাতেই রয়েছে বিশেষজ্ঞরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি
Related News