Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ভারতীয় রেলে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন আজই

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় রেলে হাজার হাজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো। মোট ৫৬৩৬ টি পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর-পূর্ব রিজিয়নের শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীদের নেওয়া হবে। এরমধ্যে কাটিহার ও টিডিএইচ  ওয়ার্কশপে ৯১৯ টি পদ, লামডিং এর জন্য ১১৪০ টি পদ, তিনসুকিয়া তে ৫৪৭ পদ, ডিব্রুগড় এ ৮৪৭ টি পদ এছাড়া আলিপুরদুয়ারে ৫২২ টি পদ সহ রঙ্গিয়া তে ৫৫১ টি শিক্ষানবিশ পদের জন্য আবেদন করবে উত্তর -পূর্ব রেলওয়েতে কাজের জন্য। যোগ্য প্রার্থীরা nrf.indianrailways.gov.in এ এগিয়ে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ ৩০ শে জুন। ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এর থেকে বেশি বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণীতে ৫০% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি ওই বিভাগে ট্রেডে আইটিআই উত্তীর্ণ হতে হবে। আবেদন করার পরে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য নর্থইস্ট ফ্রন্টিয়ারের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে যা তারা অনলাইনে দিতে পারব।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News