#Pravati Sangbad Digital Desk:
রাজ রোগ বা ক্যান্সার, নাম শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। ১০০ জন ক্যান্সার আক্রান্তের মধ্যে প্রায় ৮০ জনই মারা যান এই রোগের কবলে, চিকিৎসা করাতে জীবনের সবটুকু খরচ হয়ে যায়। তবে সম্প্রতি ক্যান্সারের চিকিৎসায় আশার আলো দেখিয়েছেন চিকিৎসকরা। ডোস্টারলিম্যাব এই ওষুধটি ক্যান্সার চিকিৎসার এক অন্যতম রুপকার। মার্কিন গবেষকরা দাবি করছেন এই ওষুধের ট্রায়াল করা হয়েছিল ১২ জন রোগীর ওপর, ৬ মাসের মধ্যেই তাদের শরীর থেকে উধাও হয়ে গিয়েছে মারণ ভাইরাস। তবে ভারতীয় বাজারে এই ওষুধের দাম ৩০ লক্ষ টাকার কাছাকাছি, যা অনেকেরই সামর্থ্যের বাইরে।
তবে সম্প্রতি, ভারতে স্তন ক্যন্সার এক মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গিয়েছে প্রত্যেক ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত। অন্যদিকে শুধু মহিলা নয় স্তন ক্যান্সারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না পুরুষরাও। আবার যেখানে গোটা বিশ্বে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের বয়স ৫০ বা তার বেশি, ঠিক সেখানেই ভারতে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে, যা উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ। সাধারণত রেডিওথেরাপি, কেমোথেরাপি, অস্ত্রপ্রচার কিংবা হরমনাল থেরাপির মাধ্যমে স্তন ক্যান্সারের চিকিৎসা করা হয়ে থাকে। ঠিক সময়ে ধরা পরলে সুস্থ্য হয়ে ওঠার সম্ভাবনাও প্রবল। কিন্তু এই সমস্ত চিকিৎসার খরচ অনেকখানি। সম্প্রতি ন্যাশানাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স দাবি করছে, স্তন ক্যান্সার পুরোপুরি নির্মূল হবে ওষুধের মাধ্যমেই ,অ্যাবেমাসিক্লিবক নামক এই ওষুধের ছাড় পত্রও দিয়েছে নাইস। ন্যাশানাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স এর বিজ্ঞানীরা দাবি করছেন এই ওষুধের ফলে চিকিৎসার খরচ কমার সাথে সাথে টিউমার অপারেশনের পরে স্তন ক্যান্সারের প্রবণতাও কমবে আগের থেকে অনেকটাই, তবে এই জীবনদায়ী ওষুধের দাম কত হতে পারে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।