Flash News
    No Flash News Today..!!
Monday, January 19, 2026

অগ্নিবীরদের জন্য মিলবে বয়সে ছাড়, সেই সাথে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে আসন।

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প “অগ্নিপথ”, যা নিয়ে ইতিমধ্যেই আক্ষরিক অর্থে আগুনের চেহারা নিয়েছে বিক্ষোভ। প্রসঙ্গত, “অগ্নিপথ” ভারতীয় তিন সামরিক বাহিনীর জন্য তৈরি নতুন প্রকল্প, যাতে নন-কমিশন অফিসারদের চাকরির মেয়াদ ১৫ বছর থেকে কমিয়ে একধাক্কাই করে দেওয়া হয়েছে ৪ বছর, তাও আবার চুক্তি ভিত্তিক। যা নিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ, ভাঙচুর চালানো হচ্ছে দেশের বিভিন্ন স্টেশনে।

তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অবশ্য, “ দেশের তিন সামরিক বাহিনীকে সবুজ  করার জন্যেই এই উদ্যোগ, সেই সাথে যুব সমাজ পাবে সামরিক প্রশিক্ষণ এবং অনুশাসন”, সেই সাথে আরও বলা হয়েছে, এই “অগ্নিপথ” প্রকল্পের অধীনে যারা ৪ বছর সামরিক বাহিনীতে চাকরি করবেন তারা সমাজে “অগ্নিবীর” বলে স্বীকৃতি পাবে। কিন্তু তাতেও কমেনি বিক্ষোভের আগুন, বরং আরও বেড়েছে বিক্ষোভ, বিক্ষোভকারীদের একাংশ ভারত বনধেরও দাবি জানিয়েছে। তবে এবার বিক্ষোভ কমাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সিএপিএফ এবং অসম রাইফেলস এর মতো আধাসামরিক বাহিনীতে অগ্নিবীরদের জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষিত আসন। তবে এই বছরের জন্য মিলবে ৫ বছর বয়সের ছাড়, তার কারণ বিগত ২ বছর ধরে সেনা বাহিনীতে কোন রকম নিয়োগ হয়নি। সেই সাথে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এসএসবি এর মতো আধাসামরিক সংগঠনে যোগ দানের ক্ষেত্রেও অগ্রাধিকার মিলবে অগ্নিবীরদের। অন্যদিকে এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী জানিয়েছেন, “ তিন বাহিনী নতুন পদ্ধতিতে নিয়োগ করতে প্রস্তুত, আগামী সপ্তাহের মধ্যেই আমরা নতুন পদ্ধতিতে নিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রতিবাদ-বিক্ষোভ
Related News