Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 7, 2024

১৩ হাজারের গন্ডি পার করলো দেশের করোনা সংক্রমণ!!

banner

#Pravati Sangbad Digital Desk:

 আবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মারণ করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরে লাগাতার বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের নিচে।স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০৮,যা বৃদ্ধি পেয়েছে আগের থেকে ০.১৬ শতাংশ।তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।এ দিকে, পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বৃহস্পতিবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯৮, সেটা শুক্রবারই বেড়ে হয়েছে ২৯৫। একধাক্কায় প্রায় শ খানেক বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে নতুন করে কোনও মৃত্যুর খবর নেই রাজ্যে। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।
শিশুদের করোনা টিকাকরণ নিয়ে তত্‍পর হয়েছে মোদী সরকার। ২ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য কোভ্যাক্সিনের টিকা নিরাপদ বলে দাবি করেছে ভারত বায়োটেক। যদিও এখনও ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে তার অনুমোদন মেলেনি। আমেরিকা ইতি মধ্যেই ৬ মাস পর্যন্ত শিশুদের করোনা টিকার অনুমোদন দিয়ে ফেলেছে। করোনা ভাইরোসর সংক্রমণ শিশুদের মধ্যে বেশি ছড়াতে শুরু করেছে। সেকারণে শিশুদের বেশি করে নিরাপদে রাখা জরুরি দাবি করেছেন গবেষকরা। তাই দ্রুত শিশুদের টিকাকরণে জোর দিয়েছে সব দেশ। ভারতও তার তত্‍পরতা শুরু হয়ে গিয়েছে।
টিকাকরণে নতুন মাইলফলকে পৌঁছেছে ভারত, বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৪ লক্ষ ৯৯ হাজার ৮২৪ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,০০,৪২,৭৬৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৮৪০ জন । শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ৮,১৪৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,৯০,৮৪৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৩ শতাংশ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News