Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

জানেন কি ফ্যাটি লিভার থেকে হতে পারে মৃত্যু পর্যন্ত! সাবধান হোন আজই

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad digital Desk:

অবিচ্ছিন্ন জীবনযাপন থেকে শুরু করে খাওয়া-দাওয়ার অনিয়ম ব্যস্ততম লাইফ স্টাইলে এগুলোই সবার নিত্যসঙ্গী । এখান থেকেই শুরু হচ্ছে আসল বিপদ। এরকম জীবন যাপনের জন্য শরীরে দানা বাঁধছে বিভিন্ন রকমের রোগ যার মধ্যে ফ্যাটি লিভার অন্যতম। শরীরে ফ্যাট জমতে থাকলে তার শরীরের অন্যান্য অংশে সহ কিছু অংশ গিয়ে পৌঁছায় লিভারে এবং সেখানেই স্টোর হতে থাকে। এই ভাবেই লিভারের অধিকাংশ কোষেই যদি ফ্যাট জমা হয়ে যায় তখন তাকে বলে ফ্যাটি লিভার সিনড্রোম। সঠিক চিকিৎসা না করলে এটি মৃত্যুমুখী পর্যন্ত করতে পারে মানুষকে। এছাড়াও যদি লিভারের সব কোষে অধিক পরিমাণে ফ্যাট জমে যায় তখন সেটি অপারেশনের দ্বারা বাদ দিতে হয়।  ফ্যাটি লিভার হওয়ার জন্য যে যে লক্ষণগুলো দেখা যায় তা হল শরীর অনেক বেশি ফুলে যায়, পেট ফুলে যায় যকৃত বেড়ে যায় এছাড়া অনেক সময় চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। তাই এই সমস্ত লক্ষণ গুলি দেখা গেলে দেরি না করে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে এর থেকে বাচার উপায়। যেকোনো রোগ থেকে বাঁচার উপায় ঔষধ তো ঠিকই তবে অনেক সময় ঔষধের দ্বারা সব রোগ নিরাময় হয়না। ফ্যাটি লিভারের ক্ষেত্রে কায়িক পরিশ্রমের খুবই দরকার। এছাড়াও পরিমাণ অনুসারে খাবার গ্রহণ করতে হবে এবং অধিক তেল ও চর্বি জাতীয় খাবার বর্জন করা দরকার। ফ্যাটি লিভারের মত রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম করতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য
Related News