#Pravati Sangbad Digital Desk:
দীর্ঘ তিন মাস পর আবারও দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যকে সতর্কও করে দিয়েছে, কিন্তু তার মধ্যেই দেশে করোনা সংক্রমণের শীর্ষে আবারও একবার উপরে উঠে এলো মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৩৩ জন তার মধ্যে প্রায় দুই হাজারের কাছাকাছি সংক্রমিত রোগী মহারাষ্ট্রের। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ শতাংশ করোনা সংক্রমণ বেড়ে গেছে, যা গত ৯০ দিনে ছিল অনেকটাই কম, সেই সাথে দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারের গণ্ডি ছুঁয়েছে
গত দুই বছরে গোটা বিশ্ব জেরবার করোনা সংক্রমণের কারণে, কিন্তু করোনা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হওয়ার কারণে কোথাও যেন একটা আশা জেগেছিল হয়ত আবার স্বাভাবিক ছন্দে ফিরবে গোটা বিশ্ব,কিন্তু আবার দেশে শুরু ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, যাতে রীতিমতো দুশ্চিন্তায় দিন গুনছেন চিকিৎসকরা। শুধুমাত্র মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪০ জন, অন্যদিকে মহারাষ্ট্রের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দিল্লিও, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত ৪৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশের কাছাকাছি,অন্যদিকে দেশে করোনা মুক্ত হয়েছেন চার কোটি ২৭ লক্ষের কাছাকাছি মানুষ, তবে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। তবে চিকিৎসকদের মতে এখনও পর্যন্ত দেশে খুব একটা সংক্রমণ বৃদ্ধি পায়নি, এখনই যদি সতর্ক হওয়া যায় তাহলে প্রতিরোধ করা যেতে