Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রাথমিক শিক্ষকের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ধড়পাকড় পুলিশের, ধুন্ধুমার বিকাশ ভবন

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

এস এস সি দুর্নীতির মধ্যেই, সল্টলেকে প্রাথমিক টেট পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ধড়পাকড় করলো কলকাতা পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের আজ বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়া ও বিক্ষোভ কর্মসূচির জন্য ডাক দেওয়া হয়। এদিন বাসে করে প্রার্থীরা বিকাশ ভবনে জমায়েত হয়েছিলেন। প্রার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করলে চূড়ান্ত বিশৃঙ্খলা ছড়ায় সল্টলেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অবরোধকারীদের প্রথমে সতর্ক করা হয় কিন্তু আন্দোলনকারীরা বিক্ষোভ বন্ধ না করায় তাদের ধড়পাকড় শুরু করে। প্রায় ১৫০ জন প্রার্থীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের দাবী, তাদের নাম প্রাথমিক টেট পরীক্ষার মেধাতালিকাতে থাকা সত্ত্বেও তাঁরা চাকরী পাননি। অপরদিকে, তীব্র গরমে বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে অ্য্যাম্বুল্যান্স আসে এবং সেই বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয়।
Related News