এক সপ্তাহে আক্রান্ত ২৫ হাজারের বেশি! তাহলে কি চতুর্থ ঢেউ কড়া নাড়ছে?

banner

#Pravati Sangbad Digital Desk:

টানা দুই বছর পরে ছন্দে ফিরতে শুরু করেছে দেশ,ছন্দে ফিরেছে মানুষের জীবন, অর্থনীতির চাকাও ঘুরতে শুরু করেছে বেশ ভালোই, কিন্তু তার মধ্যেই আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সেই সাথে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের ঘুম কেড়েছে মাক্সি পক্স, টোম্যাটো ফ্লু এর মতো নতুন ভাইরাস, অন্যদিকে দেশে করোনার নতুন দুটি প্রজাতির খোঁজ মিলেছে, যা আগের প্রজাতি গুলির থেকে অনেক বেশি সংক্রামক। তবে বিগত দুই তিন মাসে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিলো করোনা, কিন্তু হঠাৎ করেই আবার দ্রুতগতিতে ক্রমবর্ধমান সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২৫ হাজারের ওপর মানুষ, বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র কেরলের মতো রাজ্যগুলি। তবে মৃত্যুর সংখ্যা এবং সুস্থতার হার একটু হলেও স্বস্তি দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের কথায়, করোনার তৃতীয় ঢেউ এর পর অর্থাৎ মার্চ মাসের পর দেশে এক সপ্তাহে এতটা সংক্রমণ লক্ষ্য করা যায়নি, অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করেছে প্রায় সাড়ে চার হাজারের ওপর মানুষ। বর্তমানে দেশে করোনার প্রতিষেধক পেয়েছেন প্রায় ২০০ কোটির কাছাকছি মানুষ, তার মধ্যে অনেকের প্রিকশান ডোজ নেওয়াও হয়ে গিয়েছে, তাই অনেক চিকিৎসকের মতে চতুর্থ ঢেউ আছড়ে পড়লেও তেমন খুব একটা প্রভাব পড়বে না, তবে এই মারণ ভাইরাস কে  উপেক্ষা ডেকে আনতে পারে বিরাট ক্ষতি, তাই মাস্ক বাধ্যতামূলক। তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্য গুলির পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যকে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News