Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

মাধ্যমিকের সিলেবাসে দেখা মিলতে পারে শরীর শিক্ষার, আগামী বছর থেকেই নবম এবং দশম শ্রেণীতে নতুন বিষয়

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বোর্ডের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ঠিক এক থেকে দুই মাসের মধ্যেই শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা অর্থাৎ স্কুল ফাইনাল, ২০২০ সালে ঠিক বোর্ডের এই নিয়ম মেনেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, তার পরে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। কিন্তু হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা করোনার কারণে, সেই সময় সবে দেশে থাবা বসিয়েছে করোনা, তার পর থেকে বন্ধ হয়েছে একাধিক পরীক্ষা,পরে অবশ্য অনলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে এই বছর বোর্ডের নিয়ম মেনেই হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, তবে কিছুটা হলেও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছিল, কমানো হয়েছিল সিলেবাস। আগামী ৩-রা জুন মাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অন্যদিকে ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও হবে স্বাভাবিক নিয়ম মেনেই, তবে জানা গিয়েছে মাধ্যমিকের সিলেবাসে যুক্ত হতে পারে নতুন বিষয়  শারীরশিক্ষা, ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের কাছে শারীরশিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য ডেপুটেশন জমা দিয়েছে পশ্চিমবঙ্গ শারীরশিক্ষা শিক্ষক সংগঠন।
শিক্ষক সংগঠনের দাবি, আগামী বছর থেকেই যেন এই বিষয়টিকে আবশ্যিক বিষয় হিসাবে সিলেবাসে জায়গা দেওয়া হয়। পর্ষদের নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শারীরশিক্ষা আবশ্যিক বিষয় হিসাবে দেখা হয়ে থাকে, অন্যদিকে আবার একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতেও ঐচ্ছিক বিষয় হিসাবে জায়গা পেয়েছে শারীরশিক্ষা, তবে নবম দশম শ্রেণীতে কেন নয়? রাজ্যের মাধ্যমিক সিলেবাস কমিটির সভাপতি অভিক মজুমদার জানিয়েছেন, “ আগামী ২-রা জুন মাধ্যমিক সিলেবাস কমিটির বৈঠক রয়েছে, আমরা শারীরশিক্ষা নবম এবং দশম শ্রেণীর পাঠ্যক্রমে আনার প্রস্তাব পেয়েছি, বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা হবে, তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News