Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ বিশ্ব তামাক মুক্ত দিবস!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

"তামাক সেবন বন্ধ করুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন"  এই হোক সকলের অঙ্গিকার। প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। এই দিবসটি পালনের উদ্দেশ্য হল তামাকের কারণে সৃষ্ট মারণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে 2009-10 অনুসারে, প্রায় ৩৫ শতাংশ ভারতীয় কোনও না কোনও ভাবে তামাক ব্যবহার করেনএর মধ্যে ৪৭ শতাংশ পুরুষ এবং ২০.২ শতাংশ মহিলা। চলতি বছর তামাক বিরোধী দিবসের থিম পরিবেশ রক্ষা। প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তামাক সেবনের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসনালীর অবনতি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ -এর মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হতে পারেন পরোক্ষ ধূমপায়ীরা। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো, যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত। 

বিগত বিশ বছরে- দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপানবিরোধী বিভিন্ন সংগঠন পালন করে আসছে।সিগারেটের ফেলে দেওয়া ফিল্টার প্রকৃতির সঙ্গে মিশে যেতে প্রায় এক দশক সময় নেয়, আর মিশে যাওয়ার সময় এ থেকে সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ নির্গত হয়। কেবল সিগারেটই নয়, জর্দা, গুলের মতো ধোঁয়াবিহীন তামাকপণ্যগুলোও প্লাস্টিক কৌটা ও পলিথিন প্যাকেটে ভরে বিক্রি করা হয়- যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গবেষণায় দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ধূমপান তাঁদের যৌন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। রক্তনালীতে থাকা রাসায়নিক পদার্থের উপর সিগারেটের প্রভাবের কারণে পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। লিঙ্গের ধমনী প্রসারিত হয়ে রক্তে পূর্ণ হলে এই সমস্যা দেখা দেয়। স্নায়ু মস্তিষ্ক থেকে যৌন উত্তেজনার সংকেতগুলিতে সাড়া দেয়। যদি ধূমপানের কারণে রক্তনালীগুলির অবস্থা অস্বাস্থ্যকর হয় তাহলে শারীরিকভাবে ইরেকশন সম্ভব নাও হতে পারে।আসলে তামাক জাতীয় দ্রব্য যে শরীরের জন্য কতটা খারাপ তা ধূমপানকারীরা প্রত্যেকেই জানেন। কিন্তু আসলে তারা এতটাই নেশাগ্রস্ত যে সচেতনতার প্রতি খেয়াল থাকে না। তাই প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে মে মাসের ৩১ তারিখ সারা বিশ্বজুড়ে উদযাপন করা হয় তামাক বিরোধী দিবস

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ স্বাস্থ্য
Related News