Flash News
Monday, September 22, 2025

এবার মাথাচাড়া দিচ্ছে স্ক্রাব টাইফাস

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

উত্তরবঙ্গে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। মাংকি পক্সের পর আরও এক নতুন রোগের উদ্ভব। জ্বর হলে কোন রকম বিলম্ব না করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গত বছর পর্যন্ত স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা ছিল ৪ যা এই বছরে ১৫ গুণ বেড়ে গেছে। উত্তরবঙ্গে এই রোগের বাড়বাড়ন্ত থাকলেও আগে শুধুমাত্র কোচবিহার মেডিকেল কলেজে  টেস্ট করা হতো এরপর ধীরে ধীরে মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে এই রোগের পরীক্ষা করা শুরু হয়। জানা গেছে গত বছর মাত্র ৪০ জনের পরীক্ষা করা হয়েছিল এই বছরে এসে যে সংখ্যা দাঁড়িয়েছে ৮০০।

এই রোগের মূল লক্ষ্যণ বলতে জ্বরের মতনই। জ্বর হলে যেমন গা হাত পা ব্যথা মাথা ব্যথা হয় এগুলো তো আছেই এর সাথে কখনো কখনো সর্দি দেখা দেয়। এছাড়া আক্রান্ত রোগীর লো ব্লাড প্রেসার থাকে এবং সারা শরীরে র‌্যাস যায় পোকা কাটার দাগের মতন। পেটের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা জানিয়েছেন ট্রমবি কিউলিড মাইটস পোকা কামড়ালে স্ক্রাব টাইফাস নামক ব্যাকটেরিয়া শরীরে ঢুকে এই ধরনের রোগ হয়। ঠিক যেমন কোন বিশেষ ধরনের মশা কামড়ালে ডেঙ্গু ম্যালেরিয়া হয়। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন কোন কারণে জ্বর হলে এবং শরীরে ঘা হলে তৎপরতার সাথে যেন ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়। কারণ এই রোগ প্রথমেই ধরা পড়লে সঠিকভাবে নিরাময় করা সম্ভব দেরিতে ধরা পড়লে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News