কেরালায় বর্ষা ঢুকছে ৪৮ ঘন্টার মধ্যে! তবে কী এবার বঙ্গে গরমে মিলবে স্বস্তি!!

banner

#Pravati Sangbad Digital Desk:

আন্দামান সাগর পেরিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করতে চলেছে ।আবহাওয়া দফতর জানিয়েছে আর দু-তিন দিনের অপেক্ষা । কেরালায় মৌসুমী ঢুকলেই দেশে বর্ষার ইঙ্গিত । এর ফলে বাংলাতেও শীঘ্রই আগমন ঘটতে পারে বর্ষার। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে শনি এবং রবিবার রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে।
 
আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আজ বিকেলের দিকে শহরে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে আরও বাড়বে অস্বস্তি। আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইবে জেলাগুলিতে। এছাড়া আজ নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত্‍ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে। অর্থাত্‍ সপ্তাহের শেষে ফের একবার উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের কালো মেঘ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। এপ্রসঙ্গে বলা যায়, মৌসম ভবনের নির্ঘণ্ট অনুযায়ী বঙ্গে বর্ষা পৌঁছনোর স্বাভাবিক তারিখ ১০ জুন। কেরলে এ বার আগেভাগে ঢুকলেও বর্ষা সেই ধারা বজায় রেখে কিছুটা আগে বঙ্গেও হাজির হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, কেরলে বর্ষা ঢোকার পরে দক্ষিণ ভারত থেকে ধীরে ধীরে পূর্ব ভারতে তার আগমন হয়। এর জন্য আবহাওয়ার বদলও হয় সেভাবে। কিন্তু এতে বাধা তৈরি হলে বর্ষা পিছিয়ে যায়। তাই বর্ষা কেরল পেরিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোলে তবেই এ ব্যাপারে কিছু বলা সম্ভব। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News