Flash news
    No Flash News Today..!!
Tuesday, May 14, 2024

আজ আন্তর্জাতিক পরিবার দিবস

banner

#Pravati Sagbad Digital Desk:

আজ ১৫ ই মে রবিবার আন্তর্জাতিক পরিবার দিবস। সবাইকেই  পরিবারের মধ্যে দিয়ে বড় হতে হয় পরিবারের উপর নির্ভর করতে হয়। একটা সময় পর প্রত্যেককেই পরিবারের দায়িত্ব নিতে হয় সবার ভালোলাগা খারাপলাগা গুলো বুঝে নিতে হয়। প্রত্যেকের রোজনামচা পরিবারকে নিয়েই তার পরেও যে পরিবারের আলাদা করে দিন থাকতে পারে তা আমাদের কখনও মনে হয়নি কারণ প্রতিটি দিনই পরিবারের। জন্মের পর থেকে বয়স কাল পর্যন্ত সবাই পরিবারের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠে আদর ভালোবাসায়। আজকালকার দিনে সবার কাছেই খুব কম সময় থাকে পরিবারকে দেওয়ার জন্য। কর্মব্যস্তময় সবার জীবনে সময়ের অভাবও বর্তমান। তাও সেখান থেকে থাকে একটা ছুটির দিন যা শুধুমাত্র তোলা থাকে পরিবারের সদস্যদের জন্য। বর্তমান যুগে আর আগের মতো যৌথ পরিবারের চল নেই। এখন সবাই আলাদা আলাদা নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। আবার অনেকজন কর্মসূত্রে পরিবার থেকে বহু দূরে থাকে। এই একটা করে আলাদা করে পরিবার দিবস হলে পরিবারকে কাছে যাওয়ার একটা টান থেকে থাকে সবারই। ফাদার্স ডে মাদারস ডে এসবের মধ্যে ফ্যামিলি ডে থাকবে পরিবারের জন্য।
১৫ ই মে রাষ্ট্রপুঞ্জ পরিবার দিবস হিসেবে ঘোষণা করেছে। ১৯৯৩ সালে ২০ সেপ্টেম্বর সর্বপ্রথম এটিকে পরিবার দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। ১৯৯৪ সালটিকে আন্তর্জাতিক পরিবার বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল। মূলত পরিবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি স্থাপন করা হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty