Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangad Digital Desk:

ঠিক এক বছর পরেই চার রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যদিও এটাই প্রথম নয়, এর আগে গুজরাট, কর্ণাটক, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব, কারণ সেই বিধানসভা ভোট। তবে ইতিমধ্যেই ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখও সামনে চলে এসেছে, তিনি মানিক সাহা। জানা গিয়েছে গতকাল রাতেই মানিক সাহা ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণের সাথে দেখাও করতে গিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির আগে ত্রিপুরার দায়িত্বে ছিল সিপিএম এর হাতে, মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, আর এবার বিজেপি শাসিত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। 
গতকাল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সদ্য মুখ্যমন্ত্রিত্য হারানো বিপ্লব দেব বলে, “ আমার দল চাইছে আমি যেন ত্রিপুরার পার্টির সংগঠনের কাজে মনোনিবেশ করি, আরও ভালো ভাবে কাজ করি, তাই আজ আমি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলাম”। 
ইস্তফা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ত্রিপুরার রাজভবনে মানিক সাহা শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী হিসাবে, প্রথা অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্য পাল এস এন আর্য। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব দেব সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং বিরোধী দল নেতারা। 
গতকাল নাটকীয় ভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব বিপ্লব দেব, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তবে জল্পনা বেশি দূর এগোনোর আগেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে  নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সময়েও দলের অন্দরে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কিন্তু তাতে বাঁধ সাজেনি কিছুই। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “ জনগনের সেবা করার চেষ্টা করব, মানুষের সাথে থাকবো, প্রধান মন্ত্রীর সাথে এগিয়ে যাবো।“

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News