Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

CAA নিয়ে ফের হুঁশিয়ারি অমিত শাহের

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ফের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতবার বিধানসভা নির্বাচনে প্রচারে শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল এই রাজ্যে। বৃহস্পতিবার সকালে অমিত শাহ কলকাতা বিমানবন্দরে আসেন এবং তার পরে গোটা রাজ্য জুড়ে তার থাকে সফর কর্মসূচি। ফের এক বছর পরে বাংলায় এসে আবার CAA  নিয়ে কড়া হুঁশিয়ারি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে এক সভা থেকে তিনি মেরুকরণ কে উদ্দেশ্য করেই CAA নিয়ে বলেন। তিনি শিলিগুড়ি সভা থেকে জানান তিনি এখানেই আজ বলে যাচ্ছেন করোনার সমস্ত ঢেউ শেষ হলে CAA লাগু হবে। তিনি এও বলেন যে শরণার্থীদের তিনি নাগরিকত্ব দেবেনই।
২০১৯ সালের ১১ ডিসেম্বর প্রথম সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করা হয় সংসদ থেকে। সেই আইনে বলা হয় পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ২০১৪ র ৩১ শে ডিসেম্বরের আগেই ভারতবর্ষে এসেছেন এবং বসবাস করছেন স্থায়ীভাবে তাদের নাগরিকত্ব দেয়া হবে তবে শুধুমাত্র হিন্দুদের নাগরিকত্ব দেয়া হবে ঐ সমস্ত দেশ থেকে আসা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব মিলবে না। ঈদ উৎসবের ৪৮ ঘন্টা না পেরোতেই এমন এক হুঁশিয়ারি জারি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে একবার CAA আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ কিন্তু সেটা কার্যকর হয়নি। ২০১৯ এর শেষ থেকেই গোটা দেশে এই আইন বিরুদ্ধ বিক্ষোভ শুরু হয়। এ রাজ্যে দুই হাজার কুড়ি থেকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এর আগে বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আপাতত বাংলায় CAA  কার্যকর হচ্ছে না। তবে কোভিড পরিস্থিতি কেটে গেলে তিনি এই নিয়ে ভাবেন বলে জানিয়েছিলেন এবং এইবার সেই পথেই হাঁটলেন তিনি। আপাতত কোভিড পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বেশ কয়েকটি দেশে সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে তাই এই সমস্ত ঢেউ কেটে গেলে তবে সিএএ কার্যকর করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজনৈতিক আইন
Related News